Advertisement
Advertisement

Breaking News

‘ফ্রিকি’ নওয়াজের আজব কাণ্ডকারখানা

দেখবেন, আর পাগলের মতো হাসবেন৷

First look of Freaky Ali, Nawaz steals the show
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 8, 2016 4:17 pm
  • Updated:August 9, 2021 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচ্ছা পাগল লোকটা! পকেটে কানাকড়ির দেখা নেই৷ এদিকে বলে কি না গলফ খেলবে৷ তাও আবার প্রত্যেকটা বল একদম নিশানায় গিয়ে লাগবে৷ সোশ্যাল মিডিয়ায় এই ‘ফ্রিকি আলি’র সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সলমন খান৷ এবারে ভাই সোহেলের পরিচালিত নতুন ছবির ঝলক দেখালেন সবাইকে৷ যেখানে বড়লোকদের খেলায় নিজে ‘সিক্কা’ দারুণ ভাবে ‘চমকিয়ে’ নিয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি৷

Advertisement

প্রথম ঝলকেই বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন নওয়াজ৷ আরবাজ খান, অ্যামি জ্যাকসনরা আছেন বটে৷ তবে, ৯ সেপ্টেম্বর বক্স অফিসের পাহাড় প্রমাণ প্রত্যাশা পূরণের দায়িত্ব তাঁর কাঁধেই চাপিয়েছেন প্রযোজক সলমন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement