Advertisement
Advertisement

Breaking News

পুজোয় অঞ্জনের উপহার শরদিন্দুর ‘চিড়িয়াখানা’

সেই চিড়িয়াখানা, সেই ব্যোমকেশের সত্যাণ্বেষণ৷

First look of Anjan Dutt's 'Byomkesh O Chiriakhana'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 8:44 pm
  • Updated:August 25, 2016 8:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই চিড়িয়াখানা, সেই ব্যোমকেশের সত্যাণ্বেষণ৷ বাঙালির রোমান্সের চিরকালের আইকন উত্তমকুমারের গোয়েন্দা হয়ে ওঠা৷ তারপর পেরিয়েছে ৪৮ বছর৷ এতদিন পর আবার ফিরছে চিড়িয়াখানা৷ সৌজন্যে পরিচালক অঞ্জন দত্ত৷ আর এবার ব্যোমকেশ যিশু সেনগুপ্ত৷ সম্প্রতি প্রকাশিত হল ছবির ফার্স্ট লুক৷

ব্যোমকেশকে বাঙালির কাছে নতুন করে ফিরিয়ে এনেছেন অঞ্জন দত্তই৷ তবে এই সময়েই আরও এক পরিচালক ব্যোমকেশের চিত্ররূপ দিয়েছেন৷ তা সত্ত্বেও গত পুজোয় মুক্তি পাওয়া অঞ্জনের ব্যোমকেশ সাফল্যের মুখ দেখেছিল৷ সেই রেশেই পরের ব্যোমকেশের কাজ শুরু করেছিলেন৷ এবারের পুজোয় মুক্তি পাবে ব্যোমকেশের সে অভিযান ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’৷

Advertisement

এবারের পুজোয় একরকম ‘দত্ত ভার্সেস দত্ত’ দেখতে চলেছেন দর্শক৷ কেননা পুজোর সময়ই মুক্তি পাবে অঞ্জনের আর এক ছবি ‘ দ্য বংস এগেইন’৷ তবে তাঁর ব্যোমকেশ নিয়ে প্রত্যাশা আছে আমদর্শকের৷ যেহেতু এ ছবি আগে বাঙালি দেখেছে সত্যজিৎ রায়ের পরিচালনায়, তাই পরিচালক অঞ্জনের কাছে এ ছবিকে নতুন রূপে নিয়ে আসা চ্যালেঞ্জও বটে৷ সে চ্যালেঞ্জ নিয়েছেন যিশু সেনগুপ্তও৷ এ কাহিনীতে ব্যোমকেশ হয়ে দেখা গিয়েছিল উত্তমকুমারকে৷ এবার সে জুতোয় পা গলিয়েছেন যিশু৷ তাই ব্যোমকেশ হয়ে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকবে নিশ্চয়ই৷ আর সব মিলিয়ে আখেরে লাভ হবে দর্শকেরই৷ অঞ্জনের নয়া উপস্থাপনায় ও যিশশুর অভিনয়ে ব্যোমকেশকে নতুন করে উপহার পাওয়ার প্রত্যাশায় থাকল বাঙালি দর্শক৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement