Advertisement
Advertisement
অক্ষয় কুমার

এ কেমন লুক? ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে ফের চমক দিতে চলেছেন অক্ষয় কুমার

দেখে নিন তাঁর আকর্ষণীয় সেই লুক।

First look of Akshay Kumar in Bachchan Pandey released
Published by: Sulaya Singha
  • Posted:July 26, 2019 3:18 pm
  • Updated:July 26, 2019 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সিল্কের লুঙ্গি। হাঁটু পর্যন্ত তোলা। খালি গা। গলায় বেশ কতগুলো মোটা সোনার হার। ডান হাতে নানচাক। কপালে তিলক। এমনই বেশে সামনে এলেন অক্ষয় কুমার। রিয়েল নয়, আসলে তাঁর এমন লুক আপকামিং ছবির। শুক্রবারই নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন বলিউডের খিলাড়ি কুমার। তারই ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করলেন অভিনেতা। যা নিঃসন্দেহে সিনেপ্রেমীদের কৌতূহল অনেকখানি বাড়িয়ে দিল।

অক্ষয় জানান, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছবিতে এই লুকেই দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘বচ্চন পাণ্ডে’। নাম ভূমিকাতেই অভিনয় করবেন আক্কি। তাঁর লুকের মধ্যে রয়েছে দক্ষিণী ছোঁয়া। তাই ভক্তদের আশা, পরিচালক ফারহাদ সামজির ছবিতে ফের তাঁর চরিত্রে নতুন কোনও চমক থাকবে। ফার্স্ট লুক পোস্ট করে অভিনেতা লিখেছেন, “আগামী বছর বড়দিনে মুক্তি পাবে বচ্চন পাণ্ডে।”

Advertisement

[আরও পড়ুন: হোটেলে মহার্ঘ কলা, রাহুল বোসের ভিডিও দেখে বসল তদন্ত কমিশন!]

বি-টাউনে একের পর এক ধামাকা করে চলেছেন অক্ষয়। শাহরুখ-আমিরদের যখন বড়পর্দায় সেভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তখন পরপর ছবির ঘোষণা করে চলেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘মিশন মঙ্গল’-এর ট্রেলার। আগামী মাসে স্বাধীনতা দিবসেই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। এর পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যেই তাঁকে দেখা যাবে ‘হাউসফুল ৪’ ও ‘গুড নিউজ’ ছবিতেও। এখানেই শেষ নয়, প্রকাশ্যে এসেছে তাঁর আরেকটি ছবি ‘লক্ষ্মী বম্ব‘-এর লুকও। সুরমা চোখে যেখানে অক্ষয়ের লুক দেখে রীতিমতো অবাক সিনেপ্রেমীকে। অভিনয়ে রয়েছেন কিয়ারা আডবানীও। দক্ষিণী ছবি ‘কাঞ্চনা’-র রিমেক এই ছবিটি। যে গল্পে এক রূপান্তরকামীর আত্মা ভর করে অক্ষয়ের উপর। আগামী বছর ৫ জুন মুক্তি পাবে পরিচালক রাঘব লরেন্সের ছবিটি। এবার নতুন ছবির পোস্টার সামনে এনে ফ্যানদের উত্তেজনার পারদ আরও খানিকটা চড়িয়ে দিলেন অক্ষয় কুমার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Coming on Christmas 2020! ‪In & As #BachchanPandey 😎‬ ‪In #SajidNadiadwala’s Next, directed by @farhadsamji ‬ @nadiadwalagrandson @wardakhannadiadwala

A post shared by Akshay Kumar (@akshaykumar) on

[আরও পড়ুন: এই স্বল্পবসনা ষোড়শীকেই ডেট করছেন শাহরুখপুত্র আরিয়ান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement