Advertisement
Advertisement

মুম্বইয়ে শাহরুখের শুটিং সেটে ভয়াবহ আগুন

শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের৷

Fire breaks out on the sets of 'Zero'
Published by: Sayani Sen
  • Posted:November 29, 2018 9:18 pm
  • Updated:November 29, 2018 9:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে ‘জিরো’-র সেটে আগুন৷ বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন৷ হতাহতের কোনও খবর নেই৷

[ধর্মীয় ভাবাবেগে আঘাত! ‘জিরো’ ছবির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ দিল্লির বিধায়ক]

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকাই ‘জিরো’-র সেটে দাউদাউ করে আগুন জ্বলে যায়৷ আতঙ্কিত হয়ে পড়েন সেটে থাকা গোটা টিম৷ সেই সময় সেট থেকে কিছুটা দূরে মেকআপ ভ্যানে বসেছিলেন শাহরুখ খান৷ আচমকাই আগুন লাগার খবরে হতচকিত হয়ে যান সকলেই৷ খবর দেওয়া হয় দমকলে৷ এদিকে, ততক্ষণে সেটে থাকা সকলেই বাইরে বেরিয়ে আসেন৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল৷ একে একে দমকলের চারটি ইঞ্জিন যায় ‘জিরো’-র সেটে৷ শুরু হয় আগুন নেভানোর কাজ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই ‘জিরো’-র সেটে আগুন লাগে৷

Advertisement

[ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল ‘জিরো’-এর ট্রেলার]

বউয়া সিং নামে এক বামনের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘জিরো’। বিয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারে না সে। পাত্রী দেখার জন্য বিয়ের ওয়েবসাইটের অফিসের আশেপাশে প্রায়ই ঘুরে বেড়ায়। কিন্তু কিছুতেই আর মনের মতো পাত্রী খুঁজে পাননা বউয়া সিং। একদিন সেখানেই সন্ধান মিলল আফিয়া ইউসুফজাই ভান্দেরের। শারীরিকভাবে প্রতিবন্ধী সে। কিন্তু একজন বিজ্ঞানী। প্রথমে আফিয়ার হুইলচেয়ার বউয়ার অপছন্দ হলেও পরে প্রেমে পড়ে যায়। বিয়ের তোড়জোড়ও শুর হয়ে যায়। কিন্তু এর মধ্যেই গল্পে নয়া মোড়। এক হিরোইনের জন্য প্রায় পাগল হয়ে যায় বউয়া। হিরোইনও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। বউয়া সিংয়ের জীবনে কী ঘটল, সেই প্রশ্নেরই উত্তর দেবে ‘জিরো’৷ ছবির ট্রেলার মন ছুঁয়েছে দর্শকদের৷ ২১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি৷ তার আগে অগ্নিকাণ্ডের ঘটনায় মন খারাপ অনুরাগীদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement