সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গায়ক জুবিন গর্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করল অসম বিজেপি৷ অভিযোগ, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন তিনি৷ ভারতরত্ন এবং পদ্ম সম্মান ঘোষণার পর থেকেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় জুবিনের নতুন গান ‘পলিটিক্স না করিব বন্ধু’৷ এরপরই জুবিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অসম বিজেপি কিষাণ মোর্চার সহ সভাপতি৷ যদিও যে গানটি নিয়ে এত বিতর্ক সেই গানটিতে ভারতরত্ন বা পদ্ম সম্মান নিয়ে কোনও অপমানজনক কথা আদৌ রয়েছে কী না, সেই সত্যতা যাচাই হয়নি৷ গোটা বিষয় নিয়ে মুখ খোলেননি জুবিন নিজেও৷
শনিবার সকালে জুবিনের বিরুদ্ধে অসমের হোজাই জেলার লঙ্কা থানায় এফআইআর দায়ের করেন রাজ্য বিজেপি-র কিষান মোর্চার সহ-সভাপতি সত্যরঞ্জন বরা। নিজের ফেসবুক পোস্টে সত্যরঞ্জন লেখেন, “জুবিন গর্গের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত সমস্যা নেই। তবে তিনি গানের মাধ্যমে যা বলতে চেয়েছেন তা অসমের সুস্থ এবং সংস্কৃতিবান সমাজের পক্ষে একেবারেই গ্রহণযোগ্য নয়।” তাঁর অভিযোগ, ভারতরত্নের অসম্মান ছাড়াও ওই গানের মাধ্যমে ভূপেন হাজারিকার বিরুদ্ধেও অপমানজনক মন্তব্য করেছেন জুবিন। এফআইআরে সত্যরঞ্জনের দাবি, “ভারতরত্নের অসম্মান, অশ্রদ্ধা এবং অপমান করা ছাড়াও অসমের গর্ব প্রয়াত ভূপেন হাজরিকাকে অসংসদীয় এবং অসামাজিক শব্দে অপমান করা হয়েছে।” সত্যরঞ্জন ছাড়া গুয়াহাটির বাসিন্দা বিশ্বজিৎ নাথও জুবিনের বিরুদ্ধে এফআইআর করেছেন। দিশপুর থানায় বিশ্বজিতের অভিযোগ, ঘৃণার বাণী ছড়াচ্ছেন জুবিন। যদিও জুবিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি। এ বিষয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করেননি জুবিন৷
অনেকে আবার এই বিতর্কে রাজনীতির গন্ধ পাচ্ছেন। বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারের মুখ ছিলেন জুবিন। নির্বাচনী প্রচারে তাঁর গাওয়া গানের জনপ্রিয়তার লাভ নিয়েছে গেরুয়া শিবির৷ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অসমের বহু বিশিষ্টজনের সঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন জুবিনও। তার জেরে ইদানীং বিজেপি সরকারের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে শুরু করে জুবিন গর্গের। অনেকের প্রশ্ন, বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খোলাতেই কি জুবিনের বিরুদ্ধে সরব হল রাজ্য বিজেপি?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.