Advertisement
Advertisement

নিজের গোপন ‘প্রজেক্ট’ প্রকাশ করলেন পুনম

ফ্যানদের কৌতূহল নিজেই দূর করে দিলেন পুণম।

Finally!! Poonam Pandey's Secret Project is out
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 15, 2017 2:31 pm
  • Updated:April 15, 2017 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরে ভক্তদের ধোঁয়াশায় রেখেছিলেন পুনম পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় নিজের অর্ধনগ্ন একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন, “খুব শীঘ্রই সামনে আসতে চলেছে আমার গোপন প্রজেক্ট।” কিন্তু কী সেই গোপন প্রজেক্ট? তার কোনও ইঙ্গিত দেননি।


যদিও ভক্তরা নানা কিছু আন্দাজ করতে শুরু করে দিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন, হয়তো ফের বলিউডে কোনও ছবিতে নতুন কোনও ভূমিকায় ধরা দেবেন তিনি। আবার অনেকে ভেবেছেন, সোশ্যাল মিডিয়াতেই নিশ্চয়ই ফ্যানদের জন্য কোনও সারপ্রাইজ ভিডিও অপেক্ষা করে রয়েছে। কারণ বড়দিন হোক বা হোলি, নতুন নতুন ভিডিও পোস্ট করে অনুগামীদের মনোরঞ্জন করতেই থাকেন তিনি।

[এবার বিরাটের ইনস্টাগ্রামেও একসঙ্গে ‘বিরুস্কা’, দেখুন ছবি]

শনিবার ফ্যানদের কৌতূহল নিজেই দূর করে দিলেন পুনম পাণ্ডে। এদিন আরও একটি নতুন ছবি টুইটারে পোস্ট করলেন তিনি। সঙ্গে লিখলেন, “আমার গোপন প্রজেক্ট অবশেষে প্রকাশ্যে এল।” জানা গেল, নিজের নামে একটি নতুন অ্যাপ আনলেন পুনম। নাম ‘দ্য পুনম পাণ্ডে অ্যাপ’। কী থাকছে সেই অ্যাপে? না, সে সব এখনও খোলসা করেননি তিনি। তবে শোনা যাচ্ছে, পুনমের সমস্ত অনুষ্ঠানের আপটেড, ভিডিও, ছবি-সহ সব তথ্য এই অ্যাপেই ক্লিক করে অনায়াসে পেয়ে যাবেন অনুগামীরা। অর্থাৎ ভক্তদের আরও কাছাকাছি পৌঁছে যাওয়াই লক্ষ্য এই মডেলের।

[ফের বাতিল ‘পদ্মাবতী’র শুটিং, এবার কারণ দীপিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement