Advertisement
Advertisement

জানেন, কী কী থাকে করণ জোহরের ‘কফি হ্যাম্পার’-এ?

ক্লিক করে দেখুন তো এমন এক ঝুড়ি উপহার পেলে আপনি ছাড়বেন কি?

Finally Karan Johar unveiled The Koffee hamper
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 20, 2017 2:35 pm
  • Updated:March 20, 2017 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপহারে ঝুড়ি বোঝাই৷ শাহরুখ, সলমনেরও চাই, আবার দীপিকা, কঙ্গনারও চাই৷ এই নিয়েই বাধে ধুন্ধুমার কাণ্ড৷ বিনাযুদ্ধে কেউ কাউকে সূচাগ্র মেদিনীও ছাড়তে নারাজ৷ কিন্তু যা নিয়ে সেলিব্রিটিদের এতদিনের যুদ্ধ, করণ জোহরের সেই কফি হ্যাম্পারের ভিতরে আদতে রয়েছেটা কী? এই প্রশ্নের উত্তর এতদিন পর্যন্ত দর্শকদের অজানা ছিল৷

[ফাঁস রণবীর-মাহিরার ভিডিও, তোলপাড় নেটদুনিয়া]

Advertisement

তবে পঞ্চম মরশুমের শেষে নিজের উপহারের ঝুড়ির রহস্য খুললেন সঞ্চালক৷ নিজে জানালেন কী কী রয়েছে তাঁর এই কফি হ্যাম্পারে৷

efea3b99-f466-4ae7-a12d-89ea8b82beaf
বেশ কয়েকটি সুস্বাদু ব্রাউনির প্যাকেট৷

 

গৌরী’র হেলথ বার সহ একটি কফি উইথ করণ স্পেশ্যাল কফি মগ৷
গৌরী’র হেলথ বার সহ একটি কফি উইথ করণ স্পেশ্যাল কফি মগ৷

 

একটি মারলিন-এর অরবিটাল স্পিকার৷
একটি মারলিন-এর অরবিটাল স্পিকার৷

 

2554b24a-db44-49da-97c7-08d1feb79509
ব্লু টোকাই-এর রোস্টেড কফি৷

 

2fe9a0da-f51b-4cdd-8373-45bf51846606
একটি ফ্রেঞ্চ কফি প্রেস৷ যার মাধ্যমে কফি পিষে নিয়ে খাওয়া যায়৷

 

নরডিক ক্যান্ডির মতো নামী ব্র্যান্ডের চকোলেট৷
নরডিক ক্যান্ডির মতো নামী ব্র্যান্ডের চকোলেট৷

 

ভেষজ উপাদানের ভরপুর মুখ পরিষ্কার করার ক্লিনজার৷
ভেষজ উপাদানের ভরপুর মুখ পরিষ্কার করার ক্লিনজার৷

 

কোহলের ব্র্যান্ডের ৫ লক্ষ টাকার গিফট ভাউচার৷
কোহলের ব্র্যান্ডের ৫ লক্ষ টাকার গিফট ভাউচার৷

 

নিলোফার কুরেশি ব্র্যান্ডের হেলথ জার৷
নিলোফার কুরেশি ব্র্যান্ডের হেলথ জার৷

 

আরও কিছু নামী ব্র্যান্ডের চকোলেট৷
আরও কিছু নামী ব্র্যান্ডের চকোলেট৷

 

এক বোতল শ্যাম্পেন৷
এক বোতল শ্যাম্পেন৷

 

কফির সঙ্গে খাওয়ার মতো কিছু কুকি৷
কফির সঙ্গে খাওয়ার মতো কিছু কুকিজ৷
আর একটি চিজ প্ল্যাটার৷
আর একটি চিজ প্ল্যাটার৷

এতকিছু যদি এক ঝুড়িতে পাওয়া যায়, তাহলে কেইবা ছাড়বে! তা সে সেলিব্রিটি হোক বা আমার আপনার মতো সাধারণ মানুষ৷

[১০৪ বছরের বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম মোদির, ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement