সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে ক্যাপ্টেন কুল হিসেবে রুপোলি পর্দায় তুলে ধরার জন্য দিন-রাত কসরত করেছেন সুশান্ত সিং রাজপুত৷ ফলও পেয়েছেন হাতে-নাতে৷ বক্স অফিসে সুপারহিট ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি৷’ দুর্দান্ত অভিনয় করে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন পর্দার ধোনি৷ এবার তাঁর হাতে উঠল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড৷
কিন্তু অক্টোবরে ফিল্মফেয়ার? ব্যাপারটা কী? ভাবছেন তো, বছর শেষ হওয়ার আগেই কীভাবে বি-টাউনে ফিল্মফেয়ারের ছোঁয়া লাগল? না, এই ফিল্মফেয়ারে কোনও ‘ব্ল্যাক লেডি’ নেই৷ এখানে তার রূপ অন্যরকম৷ আসলে এটি হল ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড৷ শনিবার মুম্বইয়ে সেই পুরস্কার মঞ্চ আলোকিত করলেন বিগ বি, ক্যাটরিনা, ঐশ্বর্য রাই বচ্চন-সহ বলি-পাড়ার একঝাঁক সেলেব৷ সেখানেই বছরের সেরা ইউথ আইকনের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হল নয়া মাইলস্টোন তৈরি করা সুশান্তের হাতে৷
ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড এবার তৃতীয় বর্ষে পা রাখল৷ প্রতিবারের মতো এবারও পুরস্কৃত করা হল একঝাঁক নতুন মুখকে৷ ফ্যাশন ডেবিউ ও ইমার্জিং ফেস অফ ফ্যাশন (মহিলা) পুরস্কার পেলেন মিরজিয়া ছবির নায়ক ও নায়িকা হর্ষবর্ধন কাপুর ও সাইয়ামি খের৷ জ্যাকি স্রফ-পুত্র টাইগারের হাতে তুলে দেওয়া হল ইমার্জিং ফেস অফ ফ্যাশনের (পুরুষ) পুরস্কার৷ বলিউডে সদ্য পা রাখা অভিনেতাদের পাশাপাশি অ্যাওয়ার্ড পেলেন অভিজ্ঞরাও৷ গ্ল্যামারাস পরিচালক হিসেবে বেছে নেওয়া হল সুপারহিট পরিচালক করণ জোহরকে৷ শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া পেলেন বছরের সেরা গ্লোবাল আইকনের পুরস্কার৷ এছাড়াও টাইমলেস গ্ল্যামার ও স্টাইল আইকনের পুরস্কারে সম্মানিত করা হয় অমিতাভ বচ্চন ও জিনাত অমনকে৷
এক নজরে দেখে নেওয়া যাক, তারকাখচিত সন্ধেয় কে কী পুরস্কার পেলেন৷
রেড কার্পেট রয়্যালটি: সোহন কাপুর
বছরের সেরা ট্রেন্ডসেটার ও সেরা গ্ল্যামারাস স্টার: ঐশ্বর্য রাই বচ্চন
বছরের সেরা ফ্যাশন রিইনভেনশন: কাজল
বছরের সেরা হটস্টেপার: জ্যাকলিন ফার্নান্ডেজ
বছরের সেরা ইউথ আইকন: আলিয়া ভাট
সেরা স্টাইলিস্ট স্টার (পুরুষ): সিদ্ধার্থ মালহোত্রা
সেরা স্টাইলিস্ট স্টার (মহিলা): ক্যাটরিনা কাইফ
সেরা গ্ল্যামারাস স্টার: বরুণ ধাওয়ান
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.