আকাশ মিশ্র: গণ্ডগোল, শুধুই গণ্ডগোল। ফুকরে মানে তো তাই। অন্তত, ফুকরে, ফুকরে ২, সবেতেই এই গণ্ডগোল দর্শকদের আনন্দ দিয়েছিল। কিন্তু ফুকরে ৩? গণ্ডগোল আছে, তবে তা চিত্রনাট্যে। যার ফলে আগের দুটো ছবির মতো একেবারেই জমে ওঠেনি ‘ফুকরে ৩’।
‘ফুকরে ৩’-এর গল্পে এবার ঢুকে পড়েছে নির্বাচন এবং জল মাফিয়া! আর তা নিয়েই গণ্ডগোল পাকাল হানি (পুলকিত সম্রাট), চুচা (বরুণ শর্মা) ও লালি (মনজোত সিং)। গল্পটা এগিয়েছিল বেশ ভাল। তবে বিরতির আগে থেকেই স্লথ হয়ে গতি। কমেডি রয়েছে। কিন্তু তা বেশিরভাগ ক্ষেত্রেই মোটাদাগের। কিছু কিছু জায়গায় তো খুবই একইরকম লাগে। নতুনত্ব বলে কিছু নেই।
অভিনয়ের দিক থেকে এবার বাজিমাত করেছেন পঙ্কজ ত্রিপাঠী। পঙ্কজের অভিনয়ের জন্য়ই এই ছবি দেখা যায়। এছাড়া, পুলকিত সম্রাট, রিচা চাড্ডা, মনজোত সিং, বরুণ শর্মা একইরকম।
সব মিলিয়ে ‘ফুকরে ৩’, আগের দুই ‘ফুকরে’ র মতো একেবারেই জমেনি। বরং চিত্রনাট্য়ের দুর্বলতার জন্য মাঝে মধ্য়েই ‘ফুকরে ৩’ বোরিং হয়ে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.