Advertisement
Advertisement
The Buckingham Murders Review

বলিষ্ঠ অভিনয়ে সত্যান্বেষী করিনা, ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ কেমন হল? পড়ুন রিভিউ

হনসল মেহতা পরিচালিত সিনেমার বেশিরভাগ চরিত্রাভিনেতা বিদেশি।

The Buckingham Murders is a Kareena Kapoor show, here is the review
Published by: Suparna Majumder
  • Posted:September 14, 2024 3:04 pm
  • Updated:September 14, 2024 9:15 pm

সুপর্ণা মজুমদার: খুন, রহস্য আর করিনা কাপুর। এই হনসল মেহতার ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ সিনেমার মূল ভিত। এর মধ্যেই আবার রয়েছে ব্যথার গল্প। ক্রনিক পেইন। যা কর্তব্যের আড়ালে চাপা পড়ে থাকে। আবার একাকীত্বের প্রশ্রয় পেয়ে ফুলেফেঁপে ওঠে।

The-Buckingham-Murders---Kareena-Kapoor-1

Advertisement

হিন্দি আর হিংলিশ, এই দুই ভাষাতেই মুক্তি পেয়েছে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। ছবির ট্রেলার দেখার পর মনে হয়েছিল এতে হয়তো কেট উইনস্লেট অভিনীত ‘মেয়ার অফ ইস্টটাউন’ সিরিজের প্রভাব থাকবে। হ্যাঁ, করিনা কাপুরের জসমিত ভামরা ওরফে জ্যাজ চরিত্রটিতে তার ছাপ রয়েছে। তবে ওইটুকুই। পরিচালক হনসল শুধুই এইচবিও-র ওয়েব সিরিজের ভাবটুকু নিয়েছেন। গোটা গল্প নতুনভাবে সাজিয়েছেন চিত্রনাট্যকার অসীম অরোরা, রাঘব রাজ কক্কর, কশ্যপ কাপুর।

ছবিতে জ্যাজ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পুলিশ। দুষ্কৃতী আক্রমণে নিজের ছোট্ট ছেলেকে হারায় সে। দোষী শাস্তিও পায়। কিন্তু জ্যাজের মনে তীব্র যন্ত্রণা! এই যন্ত্রণা থেকে নিস্তার পেতেই সে ট্রান্সফার নেয়। কিন্তু মনের ভিতরে যে ব্যথা শলাকার মতো বিঁধে রয়েছে, তার থেকে পালানো অত সহজ হয়। নতুন জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গেই জ্যাজের কাছে ইশমিত নামের এক কিশোরের নিখোঁজ হওয়ার মামলা আসে। একটি গাড়ির মধ্যে ইশমিতের মৃতদেহ উদ্ধার হয়।

The-Buckingham-Murders---Kareena-Kapoor-2

কে খুন করেছে ইশমিতকে? এর সঙ্গে কি মাদকচক্রের কোনও যোগ আছে? নাকি পারিবারিক শত্রুতা? এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া জ্যাজ। একই সঙ্গে তাঁর নিরন্তর লড়াই চলতে থাকে নিজের সঙ্গে। জ্যাজের চরিত্রে করিনা কাপুর অনবদ্য। বলতে গেলে তিনিই এই সিনেমার প্রাণভোমরা। কখনও ক্ষুরধার মস্তিষ্কের পুলিশ অফিসার, আবার কখনও ছেলের রক্তমাখা টি-শার্ট বুকে আগলে রাখা মা। দুই চরিত্রই অত্যন্ত নিপুণভাবে ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী।

‘দ্য বাকিংহাম মার্ডার্স’ সিনেমার বেশিরভাগ চরিত্রাভিনেতা বিদেশি। সেই কারণেই হয়তো হিন্দির পাশাপাশি হিংলিশ ভাষার অপশনটি রাখা হয়েছে। পুলিশ প্রধান মিলার হিসেবে ‘কিংসম্যান’ খ্যাত কিথ অ্যালন মানানসই। বাকি অভিনেতাদের অভিনয়ও সাবলীল। এর পাশাপাশি যাঁর কথা বলা যায়, তিনি রণবীর ব্রার। সেলিব্রিটি শেফ কিন্তু অভিনয়টাও বেশ ভালো করেন। তবে শেষটা যেন একটু তাড়াতাড়ি হয়ে গেল। অবশ্য ছবির পরতে পরতে রহস্যের টানটান রোমাঞ্চ বজায় রাখতে সক্ষম হয়েছেন পরিচালক হনসল মেহতা। বলতে গেলে তিনি বেশ ভালোভাবেই দর্শকের দরকারে একটি উৎকৃষ্ট মানের ক্রাইম থ্রিলার পরিবেশন করেছেন।

সিনেমা – দ্য বাকিংহাম মার্ডার্স
অভিনয়ে – করিনা কাপুর, কিথ অ্যালেন, প্রভলীন সান্ধু, রণবীর ব্রার, সঞ্জীব মেহরা, অ্যাশ ট্যান্ডন, কপিল রেডেকর, রুক্কু নাহার প্রমুখ
পরিচালনা – হনসল মেহতা

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement