সুপর্ণা মজুমদার: যাহা বলিব, সত্য বলিব। স্বাদের বদল করণ জোহর ঘটিয়েছেন। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে তিনি নিজের ‘সংস্কার’ বজায় রেখেছেন। যাতে রয়েছে বরফের মধ্যে শিফন শাড়ি পরে নাচ, বৃষ্টি ভেজা প্রেমের গান, পারিবারিক মূল্যবোধ আর লার্জার দ্যান লাইফ চরিত্ররা।
ট্রেলার দেখে মনে হয়েছিল। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’-এর ফ্লেভার দিতে চলেছেন করণ জোহর। হ্যাঁ, বেশ কিছু জায়গায় তা দেখা গিয়েছে। কিন্তু রণবীর সিং (Ranveer Singh) ও আলিয়া ভাট নিজেদের ‘গাল্লি বয়’ রসায়ন দিয়ে ছবিকে আলাদা মাত্রা অবশ্যই যোগ করেছেন। গানের দৃশ্যে আবারে করণের সিগনেচার রয়েছে। সেখানে আবার রণবীর সিংয়ের মধ্যে কখনও শাহরুখ খানের স্মৃতি ফিরেছে, কখনও আলিয়াকে (Alia Bhatt) দেখে কাজলের কথা মনে পড়েছে।
ছবির কাহিনি আন্দাজ করা খুব একটা কঠিন নয়। ধনী পাঞ্জাবি পরিবারের ছেলে রাউডি রকি (রণবীর সিং), আর স্বচ্ছল বাঙালি পরিবারের স্বাধীনচেতা মেয়ে রানি (আলিয়া ভাট)। দাদুর পুরনো প্রেমের সন্ধানে বেরিয়ে টেলিভিশনের সঞ্চালিকা রানির দেখে পায় রকি। প্রথম দেখাতেই ভাল লাগা। তারপর ভালবাসা। কিন্তু তারপর? তারপর ড্রাইভিং সিটে প্রেম আর ব্যাকসিটে পরিবার। দুই ভিন্ন মেরুতে থাকা পরিবারকে কীভাবে বিয়ের জন্য রাজি করা যায়? অনেক ভেবে একটি উপায় বের করে রকি আর রানি।
কী সেই উপায়? রকি গিয়ে থাকবে রানির বাড়িতে, আর রানি গিয়ে থাকবে রকির প্রাসাদে। তারপর, শুরু হয় খেলা। মান-অভিমান, প্রেম-অহঙ্কার, ভালবাসা-অধিকারের খেলা। সেই খেলার পরিণতি সিনেমা হলে গিয়ে দেখে নিতেই পারেন। তবে যুক্তি দিয়ে নয়, আবেগের চোখ মেলে দেখবেন।
অভিনয়ের দিক থেকে বলতে গেলে প্রত্যেকেই যথাযথ ভূমিকা পালন করেছেন। ধর্মেন্দ্র আর শাবানা ঠোঁটে ঠোঁট রাখা চুম্বন সত্যিই অপ্রত্যাশিত ছিল। একেবারেই ‘ওল্ড স্কুল রোম্যান্স’ দু’জনের। তা দেখতে মন্দ লাগেনি। পুরনো গানেই আবার নতুন প্রজন্মের রোম্যান্স দেখিয়েছেন করণ জোহর। সিনেমার প্রথমেই আবার নিজের স্টুডেন্ট বরুণ ধাওয়ানকে এনেছেন ক্ষণিকের জন্য। রকির সঙ্গে ঠুমকা লাগিয়েছেন জাহ্নবী কাপুর, সারা আলি খান ও অনন্যা পাণ্ডে।
রণবীর সিং যেন নিজের মতোই চরিত্র পেয়েছেন। আলিয়া ভাট বরাবর সাবলীল। আবেগের দৃশ্য বলিষ্ঠ পারফরম্যান্স দিয়েছেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। নাচের দৃশ্যের জন্য টোটা অবশ্যই বাড়তি প্রশংসা পাবেন। শাবানা আজমিও বাঙালিয়ানাকে যেন আপন করে নিয়েছিলেন। জয়া বচ্চন কড়া শাশুড়ি হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করেছেন। সবমিলিয়ে বলতে গেলে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ রীতি-নীতি আর আধুনিকতার ককটেল।
ছবি – রকি অউর রানি কি প্রেম কাহানি
অভিনয়ে – আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, আমির বশির, ক্ষীতি যোগ, অঞ্জলি আনন্দ
পরিচালনা – করণ জোহর
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.