Advertisement
Advertisement

Breaking News

Love Marriage Review

Love Marriage Review: হাসি-মজায় সমৃদ্ধ অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’, USP সাবলীল অভিনয়

মধ্যবিত্ত বাঙালি সংসারের চিত্রটি সুন্দর ঘরোয়া ভঙ্গিতে তুলে ধরা হয়েছে।

Review of New Bengali Film Love Marriage | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 14, 2023 5:23 pm
  • Updated:April 14, 2023 8:24 pm  

চারুবাক: সিনেমাপ্রেমীদের একাংশের কাছে প্রথম এবং শেষ কথা ফুলটুস মস্তি! হ্যাঁ, টালিগঞ্জের বহু পরিচালকের কাছেও ছবি বানানোর প্রথম শর্ত দর্শককে চিন্তায় ভারাক্রান্ত না করে হাসি, কান্না, নাচ, গান-সহ নিরলস আনন্দে ডুবিয়ে রাখা এবং ছবির অর্থলগ্নিকারকে অন্তত কিছু উপরি-সহ লগ্নি অর্থ ফেরত দেওয়া। ক্যামেরাম্যান থেকে পরিচালনায় স্নাতক হয়ে প্রেমেন্দু বিকাশ চাকী সেই কাজটাই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে করে আসছেন। এবং সেই কাজে তাঁর হাতের বড় অস্ত্র কমেডি। গল্পের আইডিয়া থেকে চিত্রনাট্য, ক্যামেরার কাজ থেকে পরিচালনা সবটাই প্রেমেন্দু নিজেই করে থাকেন। তাঁর নতুন ছবি ‘লাভ ম্যারেজ’ (Love Marriage) সেই ফর্মুলা থেকে চ্যুত হয়নি। বরং একটু নাটুকে হয়েও এক মধ্যবিত্ত বাঙালি সংসারের চিত্রটি সুন্দর ঘরোয়া ভঙ্গিতে তুলে ধরা হয়েছে।

Love Marriage poster

Advertisement

গল্পের সারমর্ম – ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধা ঠাম্মা (সোহাগ সেন), বয়স্ক বাবাকে (রঞ্জিত মল্লিক) নিয়ে ছোট্ট বাড়িতে থাকে বকাই (অঙ্কুশ হাজরা)। বকাইয়ের প্রেমিকা শাওন (ঐন্দ্রিলা সেন) থাকে তার মা যূথিকাকে(অপরাজিতা আঢ্য) নিয়ে।

[আরও পড়ুন: ‘মোটা’, ‘কালো’ বলে লাগাতার কটাক্ষ, কী মনে হত কাজলের?]

জানা যায়, শাওনের বাবা (সুরজিৎ) সংসার ছেড়ে বিবাগী হয়ে সন্ন্যাস নিয়েছেন? ছেলের বিয়ে দেবার জন্য পাত্রী শাওনকে দেখতে গিয়ে রঞ্জিত মল্লিকের চরিত্র যূথিকার মুখোমুখি হয়। এই যূথিকাই ছিল তাঁর ছাত্রী এবং প্রাক্তন প্রেমিকা। আর তাতেই শুরু ঘটনার ঘনঘটা। ঘটনার এই ঘনঘটার সঙ্গেই হাসি আর মজায় দর্শককে মজিয়ে প্রেমেন্দু বক্স অফিসের আনুকূল্য পেতে চেষ্টার কসুর করেননি। বরং বলা যায় গান, নাচ বা রিপিট এড়িয়ে একটি ঘরোয়া হাসির ছবিই তিনি দর্শকদের জন্য বানিয়েছেন।

Ankush-Oindrila

এই ছবির USP চার প্রধান শিল্পীর সুন্দর বোঝাবুঝিতে সামগ্রিক সাবলীল কমিক অভিনয়। রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) কমেডি ভালই করেন। নায়ক অঙ্কুশও দারুন সংগত করেছেন রঞ্জিত এবং সোহাগ সেনের সঙ্গে। তাছাড়া অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির একটা আলাদা রসায়ন তো আছেই! অপরাজিতা ন্যাচারাল অভিনেত্রী। আর সবচেয়ে ভাল লেগেছে ছবির শেষে বিয়ের প্রচলিত মন্ত্রটিকে নিয়ে সুন্দর প্যারোডি করা। “যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম / এক জীবনের রোদ্দুরে তুমি থেকো হয়ে ছায়াসম!”— সত্যিই দারুন ক্যাচ লাইন বটে!

সিনেমা – লাভ ম্যারেজ
অভিনয়ে – রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সোহাগ সেন, দেবনাথ চট্টোপাধ্যায়
পরিচালনা – প্রেমেন্দু বিকাশ চাকী

[আরও পড়ুন: ‘মোটাকে মোটা বোলো না!’ বডি শেমিংয়ের বিরুদ্ধে সরব আবির-ঋতাভরী, প্রকাশ্যে ‘ফাটাফাটি’ ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement