Advertisement
Advertisement
Mufasa: The Lion King Review

হাকুনা মাটাটা! ‘মুফাসা’ ম্যাজিক কীভাবে ফেরাল ছেলেবেলা, পড়ুন রিভিউ

হিন্দিতে ছবিটি দেখলে পাওনা শাহরুখ, আরিয়ান, আব্রামের কণ্ঠ আর 'ম্যা হু না' সংলাপ।

Mufasa: The Lion King Review: Disney's musical drama film is a treat to watch
Published by: Suparna Majumder
  • Posted:December 20, 2024 5:46 pm
  • Updated:December 20, 2024 6:28 pm  

সুপর্ণা মজুমদার: ‘এক যে ছিল রাজা…’ – এই চার শব্দেই গোটা ছেলেবেলা। চাঁদের বুড়ির ‘চরকা কাটা’ গল্পের সূতোয় হাজার তারার ঝলকানি। জোনাকির মতো চোখের সামনে লুকোচুরি খেলে আর বলে, ‘হাকুনা মাটাটা!’ গোমড়া মুখো মেঘ, তাতে কী? সোনা রোদের জাদুকাঠির ছোঁয়া গোটা আকাশ দেবে ভরিয়ে। ঠিক যেমন ‘মুফাসা: দ্য লায়ন কিং।’ এমন মন ভালো করে দেওয়া ছবি তো যেকোনও বয়সেই দেখা যায়।

Mufasa-The-Lion-King-1

Advertisement

১৯৯৪ সালের সিম্বা, আর প্রাইড ল্যান্ডের স্মৃতি ফেরায় ২০১৯ সালের ‘দ্য লায়ন কিং’। তা ছিল মুফাসা ও সরাবির সন্তান সিম্বার রাজা হয়ে ওঠার গল্প। যাতে দর্শকের প্রাপ্তি নালা, টিমোন, পুম্বা, রফিকি আর দুষ্টু স্কার। এবারে পরিচালক ব্যারি জেনকিন্স ডিজনির ছবিতে বলেছেন মুফাসার গল্প। সেই সিংহরাজ, যার রাজরক্ত নেই। কিন্তু আছে সৎ সাহস, পরোপকারের মানসিকতা আর ছোটবেলায় শোনা স্বর্গের মতো এক বনভূমি মিলেলে-তে পৌঁছানোর স্বপ্ন। এই স্বপ্নের গল্পই ‘মুফাসা: দ্য লায়ন কিং।’

গল্প শুরু মুফাসার ছোটবেলায়। যাঁরা ছবিটি হিন্দিতে দেখতে যাবেন, তাঁরা ছোট্ট মুফাসা হিসেবে শাহরুখপুত্র আব্রামের কণ্ঠ শুনতে পাবেন। মাসেগো আর আফিয়ার ছোট্ট পরিবারে জন্ম মুফাসার। ছবির শুরুতেই বাবা-মায়ের থেকে আলাদা হয়ে যায় সে। বানের জলে ভাসতে ভাসতে এসে পৌঁছয় রাজা ওবাসি ও রানি এশের রাজত্বে। ওবাসি-এশের ছেলে তাকা উদ্ধার করে মুফাসাকে। এশে সন্তান স্নেহে মানুষ করে তাকে। তাকা মনে করে ভাই। ওবাসির অবিশ্বাস সত্ত্বেও তাকার সঙ্গেই বড় হয় মুফাসা (শাহরুখ খানের কণ্ঠ)। এশের কাছে শেখে শিকার।

Mufasa-The-Lion-King-web

সবই ঠিক চলছিল, আচমকা কিরোস ও তার দলবলের হামলা হয়। ওবাসি-এশে উপায়ন্তর না দেখে মুফাসা-তাকাকে পালাতে বলে। কিন্তু যাবে কোথায়? মিলেলে, সেই সব পাওয়ার দেশে। শুরু হয় মুফাসা-তাকার সফর। তাতেই এসে জোটে রফিকি, সরাবি আর জাজু। এদেরই সফরসঙ্গী দর্শক। এ তো দর্শকেরও জীবন-কাহিনি। একটি গন্তব্য আর সেখানে পৌঁছনোর তাগিদ। বিপদসঙ্কুল পথ, বিশ্বাস-বিশ্বাসের দোলাচল, পাওয়া-না পাওয়ার আনন্দ-নিরাশা সবই আছে।  আর আছে বহিরাগত থেকে ‘কিং’ হয়ে ওঠার রূপকথা। 

তাই ‘মুফাসা’র এই গল্প শুধু ছোটদের নয়, এ গল্প বড়দেরও। 3D প্রযুক্তির মাধ্যমে বড়দিনের ছুটিতে পৌঁছে যান ‘দ্য লায়ন কিং’-এর রাজত্বে। ঘণ্টা দুয়েকের এমন যাপন যা মনকে আরাম দেবে। যদি এছবি হিন্দিতে দেখেন তাহলে শাহরুখ খান (তরুণ মুফাসা), আরিয়ান খান (সিম্বা), আব্রাম (শিশু মুফাসা), মকরন্দ দেশপাণ্ডে (রফিকি), শ্রেয়স তলপড়ে (টিমোন), আসরানি (জাজু), সঞ্জয় মিশ্র (পুম্বা), শেরনাজ প্যাটেলদের (সরাবি) কণ্ঠ আপনাকে মুগ্ধ করবে। আর শাহরুখের মতো মুফাসাও বলবে, ‘ম্যা হু না!’

ছবি- মুফাসা: দ্য লায়ন কিং
কণ্ঠে (হিন্দি) – শাহরুখ খান, আরিয়ান খান, আব্রাম, মকরন্দ দেশপাণ্ডে, শ্রেয়স তলপড়ে, আসরানি, সঞ্জয় মিশ্র প্রমুখ
পরিচালনা – ব্যারি জেনকিন্স

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement