সুপর্ণা মজুমদার: বলিউডের নয়া ট্রেন্ড। রক্ত, রক্ত আর রক্ত। ‘অ্যানিম্যাল’-এর পর এই তালিকায় যুক্ত হল করণ জোহর প্রযোজিত ‘কিল’ (Kill Movie) ছবির নাম। সাধারণত নিজের ‘স্টুডেন্ট’দের নিয়ে হাই প্রোফাইল সমাজের ভালোবাসার গল্প ফাঁদতেই ভালোবাসেন করণ। তবে প্রযোজক হিসেবে এবারে তিনি এক্সপেরিমেন্টাল। তাইতো লক্ষ্য, রাঘব জুয়াল অভিনীত এই রক্তাক্ত প্রতিশোধের গল্প দর্শকদের পরিবেশন করেছেন।
নিখিল নাগেশ ভাট পরিচালিত এই গল্পে এনএসজি কমান্ডো অমৃতের চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য। অমৃতের প্রেমিকা তুলিকার ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া মানিকতলা। বাবার (হর্ষ ছায়া) চাপে পড়ে তুলিকা বাগদান করতে বাধ্য হয়। এই খবর পেয়ে বন্ধু তথা সহকর্মী বীরেশকে (অভিষেক চৌহান) নিয়ে তার সঙ্গে দেখা করতে আসে অমৃত। বাগদানপর্ব যার সঙ্গেই হোক, বিয়ে তুলিকা অমৃতকেই করবে। এই আশ্বাস দিয়েই পরিবারের সঙ্গে ট্রেনে করে দিল্লি রওনা দেয় সে। প্রেমিকার পিছু পিছু ট্রেনে উঠে পড়ে অমৃত। তার পরই গল্পে টুইস্ট।
এই ট্রেনেই ডাকাতি করার পরিকল্পনা ফানি (রাঘব জুয়াল) ও তার বাবা বেনীর (আশিস বিদ্যার্থী)। ফানির পুরো পরিবারই ডাকাত। খুন, জখম, রাহাজানি থেকে অপহরণ, সবকিছুই করতে পারে। আর ফানি যেমন নিষ্ঠুর, তেমন কুটিল। বাবার নির্দেশে ট্রেনে উঠে পড়ে ফানি আর তার দলবল। তার পরই শুরু হয় নৃশংসতার এক নগ্ন খেলা। এই খেলায় জয়-পরাজয় যারই হোক, রক্তগঙ্গা অবধারিত।
অ্যাকশন সিনেমা দেখতে অনেকেই পছন্দ করেন। তবে দুর্বল চিত্তদের জন্য ‘কিল’ সিনেমা নয়। তাই সেই হিসেব করেই সিনেমা হলে যাওয়া ভালো। যাবতীয় অ্যাকশন ট্রেনের মধ্যেই হয়েছে। ফলে এক অনায়াস গতি রয়েছে গোটা সিনেমায়। তাই অমনোযোগী হওয়ার সুযোগ একেবারেই নেই। হিন্দি টেলিভিশন থেকেই উত্থান নায়ক লক্ষ্যর। এই অভিজ্ঞতার ছাপ তাঁর অভিনয়ে রয়েছে। তবে বড়পর্দার নায়ক হতে এখনও তাঁর খানিক সময় আর অধ্যাবসায় প্রয়োজন।
ছবিতে তানিয়া মানিকতলার বিশেষ কিছু করার ছিল না। অভিনেত্রী কেবলমাত্র নিজের ভূমিকা পালন করেছেন। তবে এই সিনেমায় নজর যিনি কাড়লেন তিনি রাঘব জুয়াল। নাচের রিয়ালিটি শো থেকে রাঘবের উত্থান। তার পর সফলভাবে টেলিভিশনে সঞ্চালনা করেছেন। এবারে নেগেটিভ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েই তাঁর সদ্ব্যবহার করেছেন তরুণ অভিনেতা। তাঁর অভিনয়ে বেশ ভারসাম্য রয়েছে। বলিউডের রেসকোর্সে তিনি লম্বা রেসের ঘোড়া হতেই পারেন।
সিনেমা- কিল
অভিনয়ে – লক্ষ্য, রাঘব জুয়াল, তানিয়া মানিকতলা, আশিস বিদ্যার্থী, হর্ষ ছায়া, অভিষেক চৌহান, অদ্রিজা সিনহা প্রমুখ
পরিচালনায় – নিখিল নাগেশ ভাট
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.