Advertisement
Advertisement

Breaking News

‘বিসর্জন’-এর সিক্যুয়েল তৈরি করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়

নাসির-পদ্মার কাহিনি ফিরবে পর্দায়?

Kaushik Ganguly to make ‘Bishorjon’ sequel!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 5, 2018 5:33 pm
  • Updated:June 19, 2019 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘বন্ধু তোর লাইগা রে

                                                        আমার তনু জড়জড়

Advertisement

                                                   মনে লয় ছাড়িয়ারে যাইতাম

                                                            থুইয়া বাড়ি ঘর’—

‘বিসর্জন’-এর যে সুর প্রয়াত কালিকাপ্রসাদ সাজিয়েছিলেন। সেই সুরের আধারেই বাস্তবের ক্যানভাসে নাসির-পদ্মার কাহিনি সাজিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। এমন সিনেমা বহু দিন তৈরি হয়নি। এই ছিল দর্শকদের প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াই যেন স্বীকৃতি হয়ে ধরা দিয়েছিল জাতীয় পুরস্কারের আকারে। প্রেমের সেই আখ্যানের রেশ এখনও রয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, পর্দায় নিজের এই সৃষ্টিকে ফিরিয়ে আনছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

[কাটল ধোঁয়াশা, কৃষ্ণসার হরিণ হত্যায় সলমনের ৫ বছরের জেল]

সূত্রের খবর মানলে, ‘বিসর্জন’-এর পরের কাহিনি এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। তবে তাতে আবির চট্টোপাধ্যায়, জয়া এহসানরা থাকবেন কি না। সে সম্পর্কে কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, এবারে ছবির নাম ‘বিজয়া’ দিতে চলেছেন পরিচালক। এ বিষয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন পরিচালক। এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, এ বিষয় নিয়ে এখনই ভাবতে রাজি নন তিনি।

পরিচালকের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘দৃষ্টিকোন’। পয়লা বৈশাখের অবসরেই মুক্তি পাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির এই ক্রাইম থ্রিলার। তারই প্রচারে চূড়ান্ত ব্যস্ত তিনি।

[বন্দুক কাঁধে ডাকাতরানি ভূমি, ছবি দেখে চমকে গেল নেটদুনিয়া]

এর মধ্যেই রয়েছে ‘কিশোর কুমার জুনিয়র’-এর কাজ। সে ছবিতেও মুখ্য চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রয়েছেন অপরাজিতা আঢ্যর মতো অভিনেত্রীও। কিছুদিন আগেই রাজস্থানে একপ্রস্থ শুটিং সেরে এসেছে গোটা টিম। এখনও ছবিরও অনেক কাজ বাকি। তা পূর্ণ করেই নতুন ছবির দিকে মন দেবেন পরিচালক। তবে তা ‘বিসর্জন’-এর সিক্যুয়েল হবে কি না, সে উত্তর সময়ই দেবে। সূত্রের খবর সত্যি হলে অবশ্য ‘বিসর্জন’-এর পরের ‘বিজয়া’র অপেক্ষায় থাকবেন সিনেপ্রেমীরা।

 

[বিস্মরণের ধুলো মুছে বিপ্লবী দীনেশ গুপ্তকে পর্দায় তুলে আনছেন মানস মুকুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement