Advertisement
Advertisement

Breaking News

Blurr Movie Review

Blurr Movie Review: রহস্য আর ভয়ের গল্পে তাপসী পান্নু যেন একাই একশো, পড়ুন ‘ব্লার’ সিনেমার রিভিউ

স্প্যানিশ ছবি 'জুলিয়া'র আই'-এর অনুপ্রেরণায় তৈরি ছবিটি।

Here is the Review of Taapsee Pannu, Gulshan Devaiah starrer Blurr Movie | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 11, 2022 2:11 pm
  • Updated:December 11, 2022 2:11 pm  

সুপর্ণা মজুমদার: রহস্য এবং ভয়ের মিশ্রণে তৈরি তাপসী পান্নু (Taapsee Pannu) অভিনীত ছবি ‘ব্লার’ (Blurr)। স্প্যানিশ ছবি ‘জুলিয়া’র আই’-এর অনুপ্রেরণায় ছবিটি তৈরি করেছেন পরিচালক অজয় বহেল। যিনি এর আগে ‘বিএ পাস’, ‘সেকশন ৩৭৫’-এর মতো ছবি তৈরি করেছেন। নতুন এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও অংশীদার তাপসী। তাই গোটা ছবির ভার যেন নিজের কাঁধেই নিয়ে নিয়েছিলেন।

Taapsee-Pannu-Blurr

Advertisement

ছবির কাহিনি অনুযায়ী যমজ বোন গৌতমী ও গায়ত্রী। পেশায় নৃতত্ত্ববিদ গায়ত্রী। আর গৌতমী সংগীতশিল্পী। চোখের সমস্যায় ভুগছে গায়ত্রী। সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি হারাতে পারে সে। এই একই সমস্যা তার বোন গৌতমীরও রয়েছে। বোনকে নিয়ে দুঃস্বপ্ন দেখে ঘাবড়ে যায় গায়ত্রী। স্বামী নীলকে (গুলশন দেবাইয়া) সঙ্গে নিয়ে গৌতমীর খোঁজ নিতে যায় সে। আর সেখানে গিয়েই বোনের মৃতদেহ দেখতে পায়। পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছে গৌতমী। কিন্তু গায়ত্রীর মন তা মানতে চায় না। বোনের মৃত্যুর রহস্য ভেদ করতে মরিয়া হয়ে ওঠে সে।

[আরও পড়ুন: আড়াই বছরেও মেলেনি ভাড়াটে, প্রয়াত সুশান্তের ফ্ল্যাট নিয়ে সমস্যায় মালিক]

ছবির রহস্য আবহ তৈরি করে দেয় সুধীর চৌধুরীর সিনেম্যাটোগ্রাফি। তাঁর ক্যামেরার জেরেই এক ঝাপসা আলো-আঁধারি পরিবেশ তৈরি হয়েছে। গায়ত্রীর অসহায়তা, ভয় যেমন তাপসী ফুটিয়ে তুলেছেন। তেমনই তার বুদ্ধিমত্তাও প্রকাশ পেয়েছে তাঁর অভিনয়ে। প্রযোজনায় অংশীদার বলেই হয়তো অভিনেত্রী কোনওদিকে খামতি রাখতে চাননি।

Taapsee-Pannu-Blurr-1

গুলশন দেবাইয়া (Gulshan Devaiah) ভাল অভিনেতা। ‘ব্লার’ ছবিতে নিজের ভূমিকা পালন করেছেন মাত্র। নজর কেড়েছেন অভিলাষ থাপিয়াল। তাঁর অভিনয় গায়ে কাঁটা দেয়। কয়েকটি জায়গায় সিনেমার গতি বেশ ধীর। তবে একটিবার Zee5 ওয়েব প্ল্যাটফর্মে তা দেখে নেওয়াই যায়। বিশেষ করে আপনি যদি ঝাপসা রহস্যের গল্প পছন্দ করেন।

সিনেমা – ব্লার
অভিনয়ে – তাপসী পান্নু, গুলশন দেবাইয়া, অভিলাষ থাপিয়াল
পরিচালনা – অজয় বহেল

[আরও পড়ুন: ফিরছে ‘হাওয়া খারাপ’-এর দিন, ‘বিরহী ২’র ট্রেলারে দেখুন কৃষ্ণ মাস্টার ও রাধার নয়া রসায়ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement