Advertisement
Advertisement
Chhotolok Series Review

Chhotolok Series Review: বাঙালি থ্রিলার ‘ছোটলোক’-এ রক্তমাংসের ‘হিরো’ দামিনী, ‘দাবাং’,’সিংহম’-এর ভিড়েও উজ্জ্বল

ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় তৈরি এই সিরিজের সম্পদ অভিনয়।

Here is the review of Daminee, Gaurav, Priyanka, Ushasi and Indrani Haldar starrer Chhotolok Series | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 7, 2023 8:40 pm
  • Updated:November 8, 2023 4:11 pm

সুপর্ণা মজুমদার: এসআই সাবিত্রী মণ্ডল। গাজীতলা থানা। এমনি সময় মৃদুভাষী, কিন্তু বেগতিক দেখলেই কানের পিছনে সপাটে চড় মারতে দ্বিধা করে না। এমনই একটা রক্তমাংসের চরিত্র ‘ছোটলোক’ সিরিজে দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী (Indranil Roychowdhury)। তাতেই বাজিমাত করে ফেলেছেন। বাকি অভিনেতারা প্রায় প্রত্যেকেই সাবলীল। কিন্তু দামিনী বেণী বসু! এমন অভিনয়শিল্পীর জন্য বাংলায় আরও সিনেমা ও সিরিজ প্রয়োজন।

Chhotolok-1

Advertisement

‘ফড়িং’ হোক বা ‘মায়ার জঞ্জাল’, ইন্দ্রনীল রায়চৌধুরীর কাজ মানেই ব্যতিক্রমী কোনও ভাবনা। ‘ছোটলোক’-এর (Chhotolok Series) ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সময়ের নানা স্তরের মাধ্যমে গল্প সাজিয়েছেন ইন্দ্রনীল ও সুগত। প্রথম কয়েকটি শটের কোলাজই মন কেড়ে নেয়। তারপর একটা খুন। উঠতি মডেল তথা অভিনেত্রী রূপসার খুন। তাতে জড়িয়ে যায় বিধায়ক পদপ্রার্থী তথা সীতাহাটি পৌরসভার চেয়ারপার্সন মোহর ভট্টাচার্যের ছেলে রাজার নাম। জানা যায় মল্লিকার সঙ্গে বিবাহিত থাকা সত্ত্বেও রূপসার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল রাজা।

[আরও পড়ুন: মিমির পরিবারের কালীপুজোয় এবার বলি বন্ধ, ৩০০ বছর পর কষ্টিপাথরে প্রতিষ্ঠিত হবেন দেবী]

তাহলে কি রাজাই রূপসাকে খুন করেছে? নাকি এর পিছনে অন্য কোনও গল্প আছে? গল্প যা আছে তাকে নিছক খুনের ঘটনা ভাবলে ভুল হবে। প্রত্যেকটা এপিসোডে অতীতের এজলাসে বর্তমানকে কাঠগড়ায় তুলেছেন পরিচালক। আর তাতেই আগ্রহ বেড়েছে। এখানে পুলিশ মানেই ‘দাবাং’ বা ‘সিংহম’ নয়। এখানে পুলিশ আমার-আপনার মতো রক্তমাংসের মানুষ। যাঁরা সময় থাকলে চুরমুর খেতে ভালোবাসে, আবার ইন্টারোগেশনের মাঝে অ্যান্টাসিড চেয়ে বসে, সারা দিনের ডিউটির শেষে বাড়িতে বাজার নিয়ে যায়, পুজো দিতে দিতে ভাবে মেয়েটা বাথরুম থেকে বের হল কি না – এমনই তো জীবন আর তার যাপন।

Chhotolok-2

মল্লিকার চরিত্রে প্রিয়াঙ্কা সরকারের শান্ত অথচ তীক্ষ্ণ অভিনয় ভালো লাগে। রাজার চরিত্রে গৌরব সাবলীল। রূপসার চরিত্রে ঊষসী রায় বিরক্তিকরভাবে সুন্দর। ইন্দ্রাণী হালদার একদিকে যেমন রাজনীতিবিদ, আরেক দিকে অসহায় মা হওয়ার দ্বন্দ্ব ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন। দেবেশ চট্টোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী, লোকনাথ দে, শুভ্রজিৎ দত্তরা পার্শ্ব চরিত্র হিসেবে যোগ্য সঙ্গত দিয়েছেন। কিন্তু দামিনী, কারও সঙ্গে তাঁর তুলনা করাই গেল না। সম্পূর্ণ নিজস্বতায় সাবিত্রী মণ্ডল হয়ে উঠেছেন তিনি। আর আক্ষরিক অর্থেই যেন সাবিত্রীর ‘ওয়াটসন’ জামিল। এই চরিত্রে প্রতীক দত্ত এক কথায় অনবদ্য। হ্যাঁ, কয়েকটি জায়গায় গল্পের গতি মন্থর মনে হয়েছে, তবে পছন্দের বাংলা ওয়েব সিরিজের তালিকায় Zee5 ওয়েব প্ল্যাটফর্মের ‘ছোটলোক’ ( Chhotolok Series Review) উপরের সারিতেই থাকবে।

 

ওয়েব সিরিজ – ছোটলোক
অভিনয়ে – প্রিয়াঙ্কা সরকার, ঊষসী রায়, গৌরব চক্রবর্তী, ইন্দ্রাণী হালদার, দেবেশ চট্টোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী, লোকনাথ দে, শুভ্রজিৎ দত্ত
পরিচালনায় – ইন্দ্রনীল রায়চৌধুরী

[আরও পড়ুন: সেনার উর্দিতে দুরন্ত ভিকি, ‘স্যাম বাহাদুর’-এর ট্রেলারে ফিরল দেশের বীর যোদ্ধার স্মৃতি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement