আকাশ মিশ্র: পরিচালক আর বাল্কি সময়ই ছবির গল্প হিসেবে এমন এক বিষয়কে তুলে ধরে যা কিনা আপাতত দৃষ্টিতে সাধারণ মানুষের গল্প হলেও, তার দর্শন কিন্তু অনেক গভীর। সেকথা বাল্কির নতুন ছবি ‘ঘুমর’-এর ক্ষেত্রেও প্রযোজ্য। এক মহিলা ক্রিকেটারের গল্পের মধ্য়ে দিয়ে যেন জীবন লড়াইয়ের কথা বলে গেলেন বাল্কি। আর যা কিনা প্রতি সেকেন্ডেই মুগ্ধ করবে।
বক্স অফিসে দুর্বার গতিতে চলছে করণ জোহরের ছবি ‘রকি রানি কি প্রেম কাহানি’। তারপরই অক্ষয় ও পঙ্কজ ত্রিপাঠীর ‘OMG 2’। অন্যদিকে, সিনেমা হলে সুনামি তুলেছেন সানির ‘গদর ২’। এরই মাঝখানে খুব কম বাজেটে তৈরি হওয়া ছবি ‘ঘুমর’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। ব্য়বসায়িক দিক থেকে এই ছবি কতটা কী করতে পারবে, তা প্রশ্নসাপেক্ষ। কিন্তু ছবির মানের দিক থেকে ‘ঘুমর’ কিন্তু অনেকটাই এগিয়ে।
প্রতিভাবান ক্রিকেটার আনিনা ওরফে অভিনেত্রী সায়ামি খের। তাঁর দলের হয়ে ওপেন করে। নিজের দক্ষতায় ইংল্যান্ড ট্যুরে ভারতীয় মহিলা ক্রিকেট টিমে জায়গাও পেয়ে যায়। তবে ট্যুর শুরু হওয়ার দু’দিন আগে গাড়ি দুর্ঘটনার শিকার হয় আনিনা। বাদ যায় তার ডান হাত। আনিনার চোখে জীবনটাই যেন নষ্ট হয়ে যায়। কিন্তু ক্রিকেট তো শুধু ব্যাটস্ম্যানদের খেলা নয়। সেখানে বোলারও থাকে। আনিনাকে স্পিন বোলার হিসেবে জাতীয় দলে পৌঁছে দিতে তার পাশে দাঁড়ায় মদ্যপ, বদরাগি পদম সিংহ সোধি ওরফে অভিষেক বচ্চন। ব্যস, শুরু হয় লড়াই। ছবির ক্লাইম্যাক্স আগে থেকে টের পাওয়া যায়। তবে ছবির গল্প যেভাবে এগোয়, তা কিন্তু চোখে জল আনতে বাধ্য।
অভিনয়ের দিক থেকে সইয়ামি খের বেশ উজ্জ্বল। তবে এই ছবি কিন্তু একেবারেই অভিষেক বচ্চনের ছবি। বক্স অফিসে তাঁর হিট না থাকলেও, তিনি যে দুরন্ত অভিনেতা, তা ফের যেন প্রমাণ করলেন জুনিয়ার বচ্চন। প্রত্যেকটি দৃশ্য়ে তাঁর অভিনয় অবাক হয়ে দেখতে হয়। ছবিতে আনিনার ঠাকুমার চরিত্রে ক্রিকেট উৎসাহী শাবানা আজ়মিকে দর্শকের পছন্দ হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.