Advertisement
Advertisement

Breaking News

OMG! বিমানে সন্তানদের ‘হেনস্তা’ করেছিলেন ব্র্যাড পিট!

সেদিন নায়ক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন ছয় সন্তানকে৷ একজনের গায়ে তো হাতও তুলেছিলেন!

FBI Investigate Incident On Flight From France After Actor Allegedly 'Got Drunk And Went Wild'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 12:02 pm
  • Updated:September 24, 2016 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও কারণবশত সেদিন প্রচণ্ড রেগে গিয়েছিলেন ব্র্যাড পিট৷ মেজাজ হারিয়ে চিৎকার করছিলেন৷ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন ছয় সন্তানকে৷ একজনের গায়ে তো হাতও তুলেছিলেন! ‘মি: স্মিথ’ এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তাঁকে কোনওভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না৷ বাবার সেই উগ্র মূর্তি দেখে ভয়ে কুঁকড়ে গিয়েছিল ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স লিওন এবং ভিভিয়েন৷ না, পিট-জোলির পেন্টহাউসে নয়৷ দিন কয়েক আগে এই গোটা ঘটনাটি ঘটেছিল তাঁদের প্রাইভেট জেটে৷ যার তদন্তে ইতিমধ্যেই নেমে পড়েছে এফবিআই৷ পিটের বিরু‌দ্ধে দায়ের হওয়া এই অভিযোগ কতখানি সত্য, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ৷ এফবিআইয়ের তরফে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা সম্প্রতি জানানো হয়েছে৷ প্রসঙ্গত, সন্তানদের প্রতি দায়িত্বজ্ঞানহীনতা এবং মদ-মাদকে আসক্ত হয়ে তাদের প্রতি পিটের খারাপ ব্যবহারকে দায়ী করে ইতিমধ্যেই বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা দায়ের করেছেন অ্যাঞ্জেলিনা জোলি৷
নিউজসাইট টিএমজেড-এর খবর অনুযায়ী, মাঝ-আকাশে মেজাজ হারিয়ে সন্তানদের উপর পিটের রাগ-বর্ষণের ঘটনা ঘটেছিল আমেরিকাতেই৷ এবং তাও দিনকয়েক আগেই৷ কোনওভাবে এই ঘটনার বিষয়ে জানার পরই জোলি পিটের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷ তবে ওয়াকিবহাল মহলের ধারণা, পিটের আচরণে তিতিবিরক্ত জোলি এই ঘটনার পরই গত সোমবার সম্পর্কের কফিনে শেষ পেরেক পোঁতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন৷ তাৎপর্যপূর্ণভাবে, বিমানের ঘটনায় তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত পিটকে জেরা করেনি পুলিশ৷ পুলিশের মুখপাত্র লোরেঞ্জো কুজাদা বলেছেন, এ নিয়ে অভিনেতার কোনও বিবৃতি রেকর্ড করা হয়েছে বলে, তাঁদের কাছে রিপোর্ট নেই৷
এদিকে, বিবাহ-বিচ্ছেদ ও সন্তানদের কাস্টডি সংক্রান্ত মামলায় তাঁর হয়ে আদালতে লড়ার জন্য বিখ্যাত আইনজীবী ল্যান্স স্পিগেলকে নিযুক্ত করলেন ব্র্যাড পিট৷ পিটের হলিউডের আইনজীবী অ্যালান হার্গটের সঙ্গে একযোগে জোলির বিরু‌দ্ধে লড়বেন ৭০ বছরের স্পিগেল৷ এর আগে হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া, গায়ক মাইকেল জ্যাকসন, অভিনেতা চার্লি শিনের হয়ে আদালতে লড়েছিলেন স্পিগেল৷ জোলির হয়ে আদালতে প্রতিনিধিত্ব করছেন রবার্ট অফার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement