Advertisement
Advertisement

বেচাল মনে সানার আকাশছোঁয়ার ‘দঙ্গল’

চিনতে পারলেন আমিরের ছবির এই নতুন মুখটিকে?

Fatima Sana Shaikh steals the show in Dangal’s new song
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 30, 2016 6:09 pm
  • Updated:November 30, 2016 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হানিকারক বাপু’ থেকে যখন তরুণ প্রাণ রেহাই পায়৷ চঞ্চল মন তো একটু পাখনা মেলবেই৷ আকাশের সঙ্গে বন্ধুত্বও পাতাবে৷ মাটির টান একটু একটু করে হাল্কা হতে শুরু করবে৷ মনের বেচালপনাই ফুটে উঠেছে ‘দঙ্গল’-এর নতুন গানে৷ গীতা ফোগাটের চরিত্রকে নিজের মতো করে ফুটিয়ে তুলেছেন ফতিমা সানা শেখ৷ ‘চাচি ৪২০’-এর ছোট্ট মেয়েটি অভিনয়ের নয়া আখড়ায় দর্শকদের বেশ ভালই নজর কাড়তে শুরু করেছে৷

Advertisement

মাত্র ছয় ঘণ্টায় ইউটিউবে প্রায় দুই লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও৷ প্রীতমের সুরে শব্দ সাজিয়েছেন অমিতাভ ভট্টাচার্য৷ আর গেয়েছেন ইন্দো-কানাডিয়ান গায়িকা জোনিকা গান্ধী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement