Advertisement
Advertisement

Breaking News

সেনা চায় না, তাই টাকা দিতে নারাজ ‘রইস’-এর প্রযোজক

ফতোয়া না মানায় শাহরুখের ছবিও বিপাকে পড়বে কি না, সে ধন্দ জাগল দর্শকের মনে৷

Farhan Akhtar Denies to give Money for his film Raees  as army have refused to take it
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 28, 2016 6:36 pm
  • Updated:August 10, 2022 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিতে পাক অভিনেতা থাকায় বিপাকে পড়েছিলেন করণ জোহর৷ শেষমেশ সেনা তহবিলে ৫ কোটি টাকা দিয়ে তবে উদ্ধার পেয়েছেন৷ তবে সে পথে হাঁটতে নারাজ  ফারহান আখতার৷ ‘রইস’ ছবির অন্যতম প্রযোজক জানাচ্ছেন, সেনা যখন টাকা নিতে চায় না, তখন টাকা দেওয়ার কোনও প্রশ্নই নেই৷

উরি হামলার পরবর্তী সময়ে সাম্প্রতিক ভারত-পাক সম্পর্কের অবনতিতে বিপাকে পড়েছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’৷ ছবিতে ফওয়াদ খান থাকায় ছবি মুক্তিতে বাধা দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷ শেষমেশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ও এমএনএস-এর প্রধান রাজ ঠাকরের সঙ্গে বৈঠকে রফাসূত্র মেলে৷ রাজের দাবি অনুযায়ী, সেনা তহবিলে ৫ কোটি টাকা ও দেশপ্রেমের মুচলেকা দিয়ে তবে ছবি মুক্তির ছাড়পত্র মেলে৷ সেই সঙ্গে ফতোয়া দেওয়া হয়, অন্যান্য যে ছবিতে পাক অভিনেতা আছেন, সে ছবির প্রযোজকদেরও ৫ কোটি টাকা করে জমা দিতে হবে ত্রাণ তহবিলে৷

Advertisement

কিন্তু এই ফতোয়ার বিরোধিতা আসে সেনার অন্দর থেকেই৷ সেনার তরফে জানানো হয়, ফতোয়া দিয়ে নয়, চাইলে কেউ স্বেচ্ছায় অর্থ দিতে পারেন৷ একই কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রীও৷ মনোহর পারিক্কর স্পষ্ট জানিয়ে দেন, কাউকে ঘাড়ে ধরে সাহায্য করতে বলা হচ্ছে না এবং সে সাহায্য সেনা নিতেও চায় না৷ এমএনএসের ফতোয়াকে তুলোধোনাই করে ভারতীয় সেনা৷ সেনার এই পদক্ষেপের পর পাকিস্তানও ভারতীয় সিনেমার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা নেয়৷

এই প্রেক্ষিতেই ‘রইস’ ছবির অন্যতম প্রযোজক জানালেন, সেনা তহবিলে টাকা না দেওয়ার কথা৷ শাহরুখের এ ছবিতে কাজ করেছেন পাক অভিনেত্রী মাহিরা খান৷ রাজ ঠাকরের ফতোয়া অনুযায়ী এ ছবিকেও পাঁচ কোটি টাকা দিতে হবে৷ কিন্তু ছবির অন্যতম প্রযোজক সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের অন্যতম কর্ণধার ফারহান আখতার জানালেন, সেনা তো টাকা নিতে রাজি নয়৷ তাহলে ফতোয়া অনুযায়ী, টাকা দেওয়ার কোনও প্রশ্নও উঠছে না৷

ফারহানের এই মন্তব্যের প্রেক্ষিতে এমএনএস-এর প্রতিক্রিয়া অবশ্য মেলেনি৷ তবে ফতোয়া না মানায় শাহরুখের ছবিও বিপাকে পড়বে কি না, সে ধন্দ জাগল দর্শকের মনে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement