Advertisement
Advertisement

Breaking News

সুরের গভীরে জীবনের খোঁজ নিয়ে ফিরছে ‘রক অন’

‘রক অন ২’-এর পোস্টারই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে৷

Farhan Akhtar and Arjun Rampal return with Shraddha Kapoor on Rock On 2 poster
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2016 5:57 pm
  • Updated:September 2, 2016 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই অন্য ধারার ছবি তৈরি করেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার৷ বন্ধুত্ব, জীবন, প্রেম, গান এবং সফর – এ সবই যেন তাঁর ছবির রসদ৷ তাঁর পরিচালিত অন্যতম সেরা ছবি ‘রক অন’৷ এবার আসতে চলেছে ছবির সিকুয়াল৷

ব্যান্ড কালচার, বন্ধুত্ব এবং রক গানের সমাহারে ‘রক অন’ ছবিটি যে দর্শকদের মন জয় করেছিল তা আর বলার অপেক্ষা রাখে না৷ এই ছবির মধ্যে গায়ক ফারহানের সঙ্গেও পরিচয় হয়েছিল দর্শকের৷ এবার সেই ছবিরই দ্বিতীয় ভাগ নিয়ে হাজির হতে চলেছেন ফারহান৷ ফারহান, অর্জুন রামপাল এবং পুরব কোহলির মতো পুরনো অভিনেতারা তো থাকছেনই, পাশাপাশি শ্রদ্ধা কাপুর হলেন দ্বিতীয়ভাগের নয়া মুখ৷ শ্রদ্ধার পাশাপাশি শশাঙ্ক অরোরাকে দেখা যাবে ছবির সিক্যুয়েলে৷

Advertisement

13625389_687570974723880_751359274663415056_n

শোনা যাচ্ছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সমস্যা উঠে আসবে এই ছবিতে৷ আর তার জন্য নাকি একটি গানও রয়েছে  ছবিতে৷

‘রক অন ২’-এর পোস্টারই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে৷ এখন ছবির আগামী প্রমোশনাল স্টান্ট কী হবে সেই দিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement