সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক খবর৷ কোনটা সত্যি, কোনটা মিথ্যে কিছুই বোঝার উপায় নেই৷ সবার প্রথমে চাউর হয়েছিল, অসুস্থ অভিনেতা বিনোদ খান্না৷ সেই মতো বিনোদের ছেলে রাহুলও জানিয়েছিলেন, সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছিল তাঁর বাবার৷ তবে এখন অবস্থা স্থিতিশীল৷ কিন্তু এর মধ্যেই ফের শোনা যায় গুঞ্জন৷ বলা হয় নাকি ব্লাডার ক্যানসারে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা৷ ইন্টারনেটে ভাইরালও হয় অসুস্থ বিনোদ খান্নার ছবি৷ খবরের সত্যতা অস্বীকার করা হয় বিনোদের পরিবারের পক্ষ থেকে৷ হাসপাতালও কোনও বিবৃতি দিতে অস্বীকার করে৷
[Jio গ্রাহকরা এখনও পাবেন ৩ মাসের ফ্রি 4G ডেটা, জেনে নিন কী করে]
এরমধ্যেই আবার নতুন করে শোরগোল উঠেছে নেট দুনিয়ায়৷ এবার বলা হচ্ছে মৃত্যু হয়েছে কিংবদন্তি অভিনেতার৷ বৃহস্পতিবার রাত থেকেই ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই খবর৷ অনেকে আবার নেট মারফত তাঁর আত্মার শান্তি কামনা করে ফেলেছেন৷ কিন্তু, সত্যিটা কী?
[কাশ্মীরে তুষারধসে চাপা পড়ল সেনাছাউনি, এখনও অবধি মৃত ৩ জওয়ান]
বিনোদের পরিবারের তরফে বলা হয়েছে মহারাষ্ট্রের গিরগাঁওয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা৷ দ্রুত সেরে উঠছেন তিনি৷ ডাক্তাররাও ২৪ ঘণ্টা নজর রাখছেন তাঁর শারীরিক অবস্থার উপর৷ খুব শিগগিরিই হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যেতে পারেন তিনি৷ জানা গিয়েছে, শুক্রবারই এই পুরো বিষয়টি বিস্তারিত জানিয়ে সংবাদমাধ্যমের জন্য বিবৃতি দেওয়া হবে খান্না পরিবারের পক্ষ থেকে৷
[হুইল চেয়ার নেই, তাই হামাগুড়ি দিয়ে স্কুলে যায় এই ছাত্র]
তবে বিনোদ প্রথম এমন মিথ্যে খবররের শিকার নন, এর আগেও এই বিড়ম্বনায় পড়তে হয়েছে একাধিক তারকাকে৷ স্বয়ং অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, ফরিদা জালালকেও এমন রটনার শিকার হতে হয়েছে৷ এই ঘটনাও তেমনই কোনও ঘটনা বলে মনে করছেন অনুরাগীরা৷ বর্ষীয়ান অভিনেতা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই প্রার্থনা করছেন তাঁরা৷
[সিরিয়ার বিরুদ্ধে ৫৯টি টোমাহক মিসাইল ছুড়ল আমেরিকা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.