Advertisement
Advertisement

সঞ্জয় দত্তর বায়োপিক-এ রণবীর-ক্যাটরিনা!

সঞ্জুবাবা নিজেই নাকি চান ক্যাটরিনা তাঁর বর্তমান স্ত্রী মান্যতার চরিত্রে অভিনয় করুক৷

Exes Ranbir Kapoor and Katrina Kaif to reunite for Sanjay Dutt biopic?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2016 8:13 pm
  • Updated:June 15, 2016 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস্তবে প্রেম নেই তো কী, পর্দায় দাম তো আছে৷ এমনিতে মুখ দেখাদেখি বন্ধ থাক, কিন্তু রুপোলি পর্দায় স্ক্রিন শেয়ার করতে আজ আর কোনও আপত্তি নেই বলি সেলেবদের৷ সে রণবীর-দীপিকা হোক বা শাহিদ-করিনা কিংবা রণবীর-ক্যাটরিনা৷ ইতিমধ্যেই প্রাক্তন প্রেম ইতিহাসের খাতায় তুলে রেখে ‘জগ্গা জাসুস’-এর শুটিং-এ ব্যস্ত রণবীর-ক্যাটরিনা৷ এর মধ্যেই আবার বলিউডে নতুন গুঞ্জন৷

শোনা গিয়েছে সঞ্জয় দত্তর বায়োপিকে নাকি রণবীর কাপুরের বিপরীতে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে৷ সঞ্জুবাবা নিজেই নাকি চান ক্যাটরিনা তাঁর বর্তমান স্ত্রী মান্যতার চরিত্রে অভিনয় করুক৷ শোনা গিয়েছে, ইতিমধ্যেই ক্যাট চিত্রনাট্য পড়ে ফেলেছেন৷ তবে, এখনও সম্মতিসূচক কোনও উত্তর আসেনি তাঁর তরফ থেকে৷

Advertisement

সূত্রের  খবর, ছবিতে ক্যামিও করতে দেখা যাবে সলমান খানকেও৷ তবে, সবই এখন রয়েছে অনুমানের স্তরেই৷ আপাতত ছবির প্রি-প্রোডাকশনের উপরই পুরো মনযোগ দিচ্ছেন পরিচালক-চিত্রনাট্যকার রাজকুমার হিরানি ও অভিজাত যোশী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement