ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বিশ্বভারতীতে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান,আর তাতে ‘চিত্রাঙ্গদা’, ‘চণ্ডালিকা’, ‘শাপমোচন’ নৃত্যনাট্য উপস্থাপন হবে না তা হতেই পারে না৷ যে কোনও অনুষ্ঠানে সারাবছর প্রায়ই এই নৃত্যনাট্যগুলি পরিবেশিত হয়৷ কিন্তু এবার রবীন্দ্র জন্মোৎসবে রয়েছে নতুন চমক৷ বিশ্বভারতীতে এবার পরিবেশিত হবে তিনটি নৃত্যনাট্যের মেলবন্ধনে তৈরি হয়েছে ‘মানবকন্যা’৷ সন্ধেবেলার অনুষ্ঠানে তা পরিবেশন করবেন পড়ুয়ারা৷
রবীন্দ্রনাথের তিনটি নৃত্যনাট্য মূলত নারী চরিত্রগুলিকে কেন্দ্র করে তৈরি হয়েছে৷ পাঠভবনের পড়ুয়ারা পরিবেশন করবে ‘মানবকন্যা’। নৃত্যাভিনয় ‘মানবকন্যা’-র গ্রন্থনা করেছেন বিশ্বভারতীর বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক তথা আশ্রমিক আলপনা রায়। ‘চিত্রাঙ্গদা’, ‘চণ্ডালিকা’, ‘শাপমোচন’ নৃত্যনাট্য তিনটি থেকে কিছুটা করে অংশ নিয়ে ‘মানবকন্যা’ তৈরি হয়েছে। পাঠভবনের ৫০ জনেরও বেশি পড়ুয়া এই নৃত্যাভিনয়ের সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গৌরপ্রাঙ্গণে নৃত্যনাট্য পরিবেশিত হবে। প্রায় মাসখানেক ধরে পাঠভবনের উপনন্দ কুটিরে মহড়া চলছে ‘মানবকন্যা’-র। মূল ঘরানার বাইরে গিয়ে নতুন এই নৃত্যনাট্য সকলের মন কাড়তে পারে কিনা, সেই নিয়ে আপাতত চিন্তিত অংশগ্রহণকারীরা৷
এদিকে, বৃহস্পতিবার ভোর থেকে সাজো সাজো রব শান্তিনিকেতনে৷ পাঁচটায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে শুরু হয় রবীন্দ্র জন্মোৎসব পালন৷ সাড়ে পাঁচটায় উত্তরায়ণে কবিকণ্ঠ, সকাল সাতটায় উপাসনাগৃহে উপাসনাও হয়৷ তাতে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ এরপর সকাল ৮টা ১৫ মিনিটে উত্তরায়ণে প্রদর্শনীর উদ্বোধন হয়। এর পরে পৌনে ন’টায় মাধবীবিতানে জন্মোৎসবের অনুষ্ঠান হবে। সন্ধেয় ছাতিমতলা ও উদয়নে আলোকসজ্জা। তারপরেই সন্ধ্যা সাতটা থেকে গৌরপ্রাঙ্গণে নৃত্যাভিনয় “মানবকন্যা” পরিবেশন করবেন পাঠভবনের ছাত্রছাত্রীরা। শুধু বিশ্বভারতীই নয়, রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন অনেকেই৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম-সহ একাধিক তৃণমূল নেতা৷
দেখুন ভিডিও:
ছবি ও ভিডিও: রাজা ভকত
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.