Advertisement
Advertisement

Breaking News

Deep Mukherjee

প্রয়াত বিশিষ্ট শিশু সাহিত্যিক দীপ মুখোপাধ্যায়, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে

এবছরের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার পান দীপ। 

Veteran writer Deep Mukherjee passes away। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 10, 2023 10:11 am
  • Updated:September 10, 2023 10:18 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক দীপ মুখোপাধ্যায় (Deep Mukherjee)। রবিবার ভোর ৫টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। এবছরের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার পান দীপ। 

বর্ষীয়ান মানুষটির সাহিত্যের বিভিন্ন শাখায় ছিল অবাধ বিচরণ। তবে ছড়াতেই সিদ্ধি ছিল সর্বাধিক। চমৎকার অন্ত্যমিলের মজার পাশাপাশি নান্দনিক চিত্রকল্প তৈরিতেও ছিলেন সিদ্ধহস্ত। বাংলার শ্রেষ্ঠ ছড়াকারদের অন্যতম দীপের আরেক পরিচয় পেঁচা বিশেষজ্ঞ। সংগ্রহে ছিল নানা ধরনের পেঁচার মূর্তি। সারা বিশ্বের পেঁচার সাংস্কৃতিক অবস্থান সম্পর্কে তাঁর ছিল অগাধ জ্ঞান। 

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক’, মোদির বাসভবনের বৈঠকে বললেন শেখ হাসিনা]

পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে ছাত্রাবস্থা কাটে তাঁর। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভরতি হন। চাকরি করেছেন বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেডে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাংস্কৃতিক জগতে। দীপের প্রয়াণে বাংলার ছড়াচর্চার ক্ষীণ হয়ে আসা ধারার প্রভূত ক্ষতি হয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন:  জি-২০ নৈশভোজের আগে সংক্ষিপ্ত বৈঠক ইন্ডিয়ার! মমতার সঙ্গে কথা নীতীশ-কেজরিওয়ালদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement