Advertisement
Advertisement

Breaking News

Tarader-Sesh-Tarparn

প্রয়াত তারকাদের স্মরণে, মহালয়ায় ‘হইচই’-এ আসছে ‘তারাদের শেষ তর্পণ’

কারা কারা থাকছেন এই বিশেষ অনুষ্ঠানে? জানুন বিশদে।

Tarader Sesh Tarparn is coming to Hoichoi on day of Mahalaya
Published by: Sandipta Bhanja
  • Posted:August 21, 2020 5:36 pm
  • Updated:August 21, 2020 10:37 pm  

প্রিয়ক মিত্র: মহালয়ার দিনে ‘হইচই’-এ আসছে নতুন শো। যার জন্যে প্রথমবার গাঁটছড়া বেঁধেছে টলিউডের দুই প্রযোজনা সংস্থা- এসভিএফ এবং উইন্ডোজ। দর্শকদের জন্য হাজির হতে চলেছে ‘তারাদের শেষ তর্পণ’ (Tarader Sesh Tarpan) নিয়ে।

কেউ চলে গিয়েছেন সময়ের নিয়ম মেনে, কেউ বা আচমকাই। সাহিত্য, সিনেমা, ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক জগতের যেসব ব্যক্তিত্ব প্রয়াণের পরে এখনও সজীব মানুষের স্মৃতিতে, অনুপ্রেরণায়, কখনও বা বিতর্কে- তাঁদের স্মরণে রেখেই আসন্ন ১৭ সেপ্টেম্বর, মহালয়ার পুণ্য তিথিতে, ‘হইচই’ (Hoichoi)-এ শুরু হচ্ছে বিশেষ শো ‘তারাদের শেষ তর্পণ’।

Advertisement

নানা ক্ষেত্রের কৃতীদের স্মৃতি-তর্পণে থাকবেন বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য। সদ্যপ্রয়াত সুশান্ত সিং রাজপুত, পিকে অর্থাৎ প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, তাপস পাল, ‘আশা অডিও’র কর্ণধার মহুয়া লাহিড়ী যেমন রয়েছেন ফিরে দেখা তারাদের তালিকায়, তেমনই রয়েছেন ঋতুপর্ণ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, অজয় বসু, গোপাল বসু, কৃশানু দে- যাঁদের অনুপস্থিতি এখনও পদে পদে অনুভব করি আমরা। এঁদের জীবনের, কার্যক্রমের বিশ্লেষণ, গরিমার উদযাপন এবং বিতর্কের পরিসরকে মুক্তমনে বিবেচনা- এসবই থাকবে এই শোয়ে।

 

[আরও পড়ুন: সুশান্ত মৃত্যুর তদন্তে CBI, টিমের ৪ তাবড় পুলিশ অফিসারকে চিনে নিন]

সব মিলিয়ে ১২টি এপিসোড। প্রথম ৬টি এপিসোড মুক্তি পাবে ১৭ সেপ্টেম্বর, মহালয়া উপলক্ষে । আর পরের ৬টি রিলিড করবে তার পরের সপ্তাহে। এক একটি এপিসোডে এক একজন তারকার জীবন নিয়ে কথা হবে। প্রথম ৬টি এপিসোডে স্মরণ করা হবে যথাক্রমে- পিকে বন্দ্যোপাধ্যায়, চুণী গোস্বামী, গোপাল বসু, সুশান্ত সিং রাজপুত, সুনীল গঙ্গোপাধ্যায় এবং ঋতুপর্ণ ঘোষকে।

শোয়ের অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, মুনমুন সেন, যিশু সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, মিমি চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় গৌতম ভট্টাচার্য, প্রযোজনায় শিবু-নন্দিতার ‘উইন্ডোজ’ সংস্থা।

[আরও পড়ুন: বাথরুম স্ক্রাবার দিয়ে রোগীর চিকিৎসা! নেটদুনিয়ায় মারাত্মক ট্রোলড ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement