Advertisement
Advertisement
Sudipta Chakraborty

সিনেমা, মঞ্চেই শুধু শ্রদ্ধা, অবহেলিত নটী বিনোদিনীর নামফলক! গর্জে উঠলেন অভিনেত্রী সুদীপ্তা

'বিনোদিনী অপেরা'য় নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা।

Sudipta Chakraborty opens up about neglecting legendary actress Noti Binodini | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 12, 2023 3:54 pm
  • Updated:November 4, 2023 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নটী বিনোদিনীর (Noti Binodini) প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে আজও থিয়েটার, সিনেমা জগতে কাজ হয়ে চলেছে তাঁকে নিয়ে। কেউ মঞ্চে, কেউ আবার ছবির পর্দায় তাঁকে সামনে আনছেন। এই মুহূর্তেই বাংলায় তিনটি ছবি ও একটি পূর্ণাঙ্গ নাটক তৈরি হচ্ছে। অবন্তী চক্রবর্তীর নাটক ‘বিনোদিনী অপেরা’য় নটীরূপে সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। আর প্রদীপের নিচে অন্ধকারের মতো বিনোদিনীর প্রতি এই শ্রদ্ধার্ঘ্যের ভিড় তাঁকে অবহেলার ছবিটাও সামনে আনলেন তিনিই। নিজের ফেসবুক (Facebook) ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন সুদীপ্তা। তা একটি নামফলকের। নটী বিনোদিনীর নামাঙ্কিত একটি ফলক। হাতিবাগানের কাছে সেই ফলকটি অতি বিবর্ণ, অবহেলিত। এরপর সুদীপ্তা প্রশ্ন তুলেছেন ‘‘আমরা কি সত্যিই আত্মবিস্মৃত জাতি নই??’’

Advertisement

বাংলা সংস্কৃতি জগতে নটী বিনোদিনীকে নিয়ে আলোচনা, গবেষণা, কাজকর্ম নতুন নয়। তা চলছেই। আজও যে ‘বিনোদিনী দাসী’ কতটা প্রাসঙ্গিক, তা বারবার ফিরে দেখছেন সমসময়ের বিনোদন জগতের মানুষজন। যেমন বিনোদিনীকে থিয়েটারের মঞ্চে আনছেন পরিচালক অবন্তী চক্রবর্তী। তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেসময়কার তীব্র পিতৃতান্ত্রিক সামাজিক পরিবেশের মধ্যে নটীর উঠে আসা এবং সাফল্যলাভ।

[আরও পড়ুন: কলকাতা পুরসভার স্কুলে এবার ‘লাইব্রেরি ক্লাস’, খুদেদের জন্য থাকবে মুখ্যমন্ত্রীর লেখা ছড়ার বই]

অবন্তীদেবীর ব্যাখ্যায়, ‘‘নটী মারা যাওয়ার ৫০০ বছর পরেও যদি বাংলা থিয়েটার থাকে তাহলে উনিও প্রাসঙ্গিক থাকবেন। ওনার অভিনয়, কনট্রিবিউশন ছাড়াও বলা দরকার উনি যে পিতৃতান্ত্রিক পরিবেশের মধ্যে কাজ করেছিলেন, যে রকম সামাজিকভাবে ব্রাত্য থাকা অবস্থাতেও মঞ্চের কাজে সফল হয়েছিলেন সেটা তুলনাহীন। তাও মাত্র উনি ১১ বছর কাজ করেছেন।’’ আর অবন্তীর ‘বিনোদিনী’ সুদীপ্তা চক্রবর্তী।

নটী বিনোদিনীর প্রতি এত এত মানুষের ভালবাসা, শ্রদ্ধার প্রতিফলনের মাঝে কিন্তু অবহেলার ছবিটাও চাপা নেই। নিজের ফেসবুকে সেই অবহেলার ছবিই তুলে ধরেছেন সুদীপ্তা। তাঁর এক শিক্ষিকার সূত্রে পাওয়া সেই ছবিকে সামনে এনে সুদীপ্তা লিখেছেন, “বিধান সরণিতে হাতিবাগানে KMC অফিসের উলটোদিকে স্টার থিয়েটার থেকে কয়েক মিটার দূরে বড় অনাদরে পড়ে আছে নটী বিনোদিনীর নামে এই ফলক। Does she deserve this? আমরা কি সত্যিই আত্মবিস্মৃত জাতি নই??”

 

সত্যি, বাংলার সংস্কৃতি জগতের এহেন এক তারকার সামান্য একটি নামফলক গড়েও তার রক্ষণাবেক্ষণ করা হয়নি। এটা কি নিছকই উদাসীনতা? নাকি ভুলে যাওয়া, ভুলিয়ে দেওয়ার ছল? প্রশ্ন তো উঠছেই। উত্তর দেওয়ার দায়িত্ব বোধহয় আমাদের সকলের।

[আরও পড়ুন: ফের বন্দে ভারত এক্সপ্রেসে ‘হামলা’, পাথরের ঘায়ে ভাঙল জানলার কাচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement