সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১১ এপ্রিল সিলভার স্ক্রিনে মুক্তি পাবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। তেরো বছরের ব্যবধানে ‘হেমলক সোসাইটি’র এই সিকুয়েল নিয়ে দর্শকের মধ্যে প্রত্যাশার পারদ চড়ছে। ছবির প্রচার চলছে জোরকদমে। ছবি নিয়ে ব্যস্ততার মাঝেই অনুরাগীদের নতুন খবর জানিয়েছেন পরিচালক সৃজিত। এবার আর ক্যামেরার পিছনে নয়। তাঁকে দেখা যাবে দর্শকের দরবারে। কীভাবে আর কোথায়? দ্বিতীয়বার বাংলা নাটকে অভিনয় করতে চলেছেন তিনি। নাটকের পোস্টার নিজের সোশাল মিডিয়া পেজে দিয়ে সেই খবরই জানিয়েছেন পরিচালক স্বয়ং।
দুবছর কোনও নতুন নাটক মঞ্চস্থ করেনি নাট্যদল ‘স্বপ্নসন্ধানী’। দুবছরের বিরতির পর এবার দু’দুটো নতুন নাটক নিয়ে মঞ্চে ফিরছে এই নাট্যদল। তাদের নতুন প্রযোজনা ‘মার্ক্স ইন কলকাতা’। এই নাটকের হাত ধরেই দ্বিতীয়বার মঞ্চে ফিরতে চলেছেন সৃজিত। এর আগে ২০০৯ সালে ‘চেকমেট’ নাটকে প্রথমবার মঞ্চে অভিনয় করেন সৃজিত। এবার নাট্য পরিচালনার দায়িত্বে রয়েছেন আর এক অভিনেতা পরিচালক কৌশিক সেন। বাবার নাট্য পরিচালনায় সৃজিতের মঞ্চাভিনয়ের খবর নিজের সোশাল মিডিয়ায় দিয়ে কৌশিকপুত্র ঋদ্ধি সেন লিখেছেন,’দু বছর নতুন নাটক মঞ্চস্থ করা থেকে বিরত থাকার পর স্বপ্নসন্ধানী এই বছর ফিরছে দুটো নতুন প্রযোজনা নিয়ে। এই দুটো প্রযোজনার মাধ্যমে স্বপ্নসন্ধানী এক ভিন্ন পথ অবলম্বন করতে চলেছে,দুটো নাটকের বিষয়,সেই বিষয়ের প্রয়োজনীয়তা এবং সেই প্রয়োজনীয়তার গতিপথ ভাষাগত জায়গায় আমাদের একটা বদল ঘটাতে বাধ্য করেছে, শৈল্পিক এবং বাস্তবসম্মত কিছু কারণে । স্বপ্নসন্ধানী প্রথম বার ইংরেজি ভাষায় দুটো নাটক মঞ্চস্থ করতে চলেছে,যাঁরা নাটক দুটি দেখবেন,তাঁদের কাছে আশাকরি স্পষ্ট হবে এই বদলের কারণ । ৩৩তম বছরে এসে স্রেফ নষ্টালজিয়া বা স্মৃতিমন্থনের মঞ্চায়নে আটকে না থেকে স্বপ্নসন্ধানী থিয়েটারের নিজস্ব ভাষার ভিন্ন রাস্তাগুলোতে তাদের সন্ধান চালিয়ে যেতে চায়।’
উল্লেখ্য আমেরিকান ইতিহাসবিদ হাওয়ার্ড জিনের ‘মার্ক্স ইন সোহো’ রচনা অবলম্বনে কৌশিক সেন লিখেছেন ‘মার্ক্স ইন কলকাতা’ নাটকটি। যাতে মার্ক্স-এর ভূমিকায় দেখা যাবে জয়ন্ত কৃপালিনীকে এবং মেফিস্টোফিলিসের ভূমিকায় থাকছেন সৃজিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.