Advertisement
Advertisement

অনুষ্ঠান চলাকালীন অশ্রাব্য ভাষায় গালাগাল দিলেন গায়ক অরিজিৎ সিং

দেখুন ভাইরাল ভিডিও:

Singer Arijit Singh loses cool on stage, video goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 19, 2018 3:04 am
  • Updated:September 17, 2019 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর গানের জাদুতে মোহিত গোটা দেশ। তাঁর কন্ঠের মাদকতায় আচ্ছন্ন শ্রোতারা। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে গায়ক অরিজিৎ সিংকে নিয়েই। যাঁকে ছাড়া অধুনা বলিউড প্লেব্যাক সিঙ্গিংয়ের কথা ভাবাই যায় না।

এমনিতেই অরিজিৎ তাঁর বদমেজাজের জন্য পরিচিত। তবে তাঁর গুণমুগ্ধরা বলেন, অরিজিৎ খামখেয়ালি, খানিকটা আনমনা। সলমন খানের সঙ্গে একটি শোয়ে ব্যাকস্টেজে ঘুমিয়ে পড়ায় তাঁর উপর বেজায় চটেচিলেন ভাইজান। বলিউডে তাঁর প্লেব্যাক বন্ধই হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। শেষে অরিজিৎ প্রায় হাতেপায়ে ধরে সলমনের গোঁসা ভাঙান।

Advertisement

[মনোমালিন্য শেষ, ফের সলমনের জন্য গাইবেন অরিজিৎ]

arijit-web

সেই অরিজিতেরই নয়া এক কীর্তি ভাইরাল হয়ে উঠেছে ইন্টারনেটে। একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে উঠলেন অধুনা প্রজন্মের হার্টথ্রব অরিজিৎ। না, কোনও ব্যক্তিকে নয় অবশ্য। অরিজিতের রাগ গিয়ে পড়ে তাঁর মাইক্রোফোনের উপর। মাইক্রোফোনটি সম্ভবত একটু ঢিলে হয়ে গিয়েছিল, অরিজিৎ গান গাওয়ার সময় মুখের কাছ থেকে সরে যাচ্ছিল বারবার। রকস্টার সিনেমার ‘নাদান পারিন্দে’ গাইছিলেন অরিজিৎ। মাইকটি সমস্যা তৈরি করায় গান থামিয়ে চিৎকার করে ওঠেন, ‘সামবডি ফিক্স দিস ফা** মাইক’ বলে।

[বলিউডে পাড়ি শহরের অরিজিৎকণ্ঠী নিরাপত্তারক্ষীর]

গোটা ঘটনাই ধরা পড়ে অনুষ্ঠান দেখতে আসা দর্শকদের মোবাইলে। সম্প্রতি সেটিই ভাইরাল হয়ে গিয়েছে। অরিজিতের মেজাজ বুঝে তড়িঘড়ি মঞ্চে ছুটে আসেন উদ্যোক্তারা। অরিজিৎ ততক্ষণ মাইক থেকে সরে গিয়ে গিটার বাজানোয় মন দিয়েছেন। তবে এর পর যখন ফের মাইক্রোফোনের সামনেও আসেন, অরিজিতের সেই সুরেলা গলা ফিয়ে পাওয়া যায়নি। বিশ্বাস হচ্ছে না? দেখে নিন সেই ভাইরাল ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement