সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের আগস্ট মাসে গোটা বিশ্ব শিউরে উঠেছিল তাঁর উপরে হওয়া হামলার ভিডিও দেখে। ভারতীয় বংশোদ্ভূত প্রবীণ সাহিত্যিক সলমন রুশদির উপরে ঝাঁপিয়ে পড়ে আততায়ী। ছুরিবিদ্ধ হয়েছিলেন ভুবনখ্যাত সাহিত্যিক।ভেন্টিলেশনে ছিলেন। পরে সুস্থ হয়ে ছাড়া পেলেও এক চোখের দৃষ্টি হারিয়েছেন বিশ্বখ্যাত সাহিত্যিক। নিজের সেই দুঃসহ স্মৃতির আখ্যানই লিখে ফেলেছেন তিনি। যা প্রকাশিত হবে আগামী বছর। কিন্তু বইটির মলাট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
২৫৬ পাতার ওই বইয়ের নাম ‘নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার’। প্রকাশিত হবে ২০২৪ সালের ১৬ এপ্রিল। পেঙ্গুইন র্যান্ডম হাউসের তরফে রুশদির যে বিবৃতি পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, ”এই বইটা লেখা আমার জন্য জরুরি ছিল। যা ঘটেছে সেই হিংসার উত্তর শিল্পের মাধ্যমে দেওয়া দরকার ছিল।”
বইটির প্রচ্ছদ এর মধ্যেই সকলের নজর কেড়েছে। ইংরেজিতে নাইফ শব্দটিতে পাঁচটি অক্ষর রয়েছে। এর ঠিক মাঝখানে রয়েছে আই। সেটিকে প্রকাশ করতে ঠিক কাগজ ছুরি দিয়ে ফালা ফালা করলে যে আকৃতি ফুটে ওঠে সেটিকে ফুটিয়েছেন প্রচ্ছদশিল্পী। একেবারেই মিনিমালিস্টিক এই প্রচ্ছদ রুশদির উপরে হওয়া হামলাকে নিপুণ ভাবে ফুটিয়েছে। প্রচ্ছদের চমৎকারিত্ব বইটির প্রতি সকলের আকর্ষণ আরও বাড়িয়েছে।
নিউ ইয়র্কের (New York) চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে গিয়েছিলেন রুশদি (Salman Rushdie)। মঞ্চে আসতেই তাঁর দিকে তেড়ে যায় এক ব্যক্তি। এই অতর্কিত আক্রমণে স্তম্ভিত হয়ে যান সকলেই। অত্যন্ত দ্রুততার সঙ্গে রুশদিকে উপর্যুপরি ছুরির আঘাত করে ওই ব্যক্তি। তাঁকে কিল-চড়ও মারে হামলাকারী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.