Advertisement
Advertisement

Breaking News

সাধারণতন্ত্র দিবসে বিতর্কিত পোস্ট, নেটিজেনদের রোষের মুখে মীর

কী এমন পোস্ট করলেন শিল্পী!

Row over Mir Afsar Ali's post
Published by: Tanujit Das
  • Posted:January 26, 2019 5:30 pm
  • Updated:January 26, 2019 10:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কমিক সেন্স ও হিউমারের গুণগ্রাহী অগণিত বাঙালি৷ প্রথাগত পদ্ধতির বাইরে হেঁটে বাংলা টেলিভিশন জগতে এক অন্য ধারার সঞ্চালনা শৈলী শুরু করেছিলেন তিনি৷ চোখে না দেখে, গলার স্বর শুনেই তাঁকে চিনে ফেলতে পারেন অনুরাগীরা৷ এহেন মীর’ই এবার জড়ালেন বিতর্কে৷ সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে ফেসবুকে এমন একটি ছবি পোস্ট করলেন, যা নিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়তে হল তাঁকে৷

[ফুটপাথের হকারদের জন্য এবার আসছে চাকা লাগানো নীল-সাদা স্টল ]

Advertisement

 

শনিবার সমগ্র দেশজুড়ে পালিত হচ্ছে ৭০তম সাধারণতন্ত্র দিবস৷ পতাকা উত্তোলন করে দেশমাতৃকাকে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও ছেয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তা৷ রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী থেকে শুরু করে জনপ্রিয় তারকা৷ এমনকী সাধারণ মানুষ৷ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন৷

[একের কিডনি ও লিভারে প্রাণ ফিরে পেতে চলেছেন ২ জন]

 

শনিবার তাঁর অনুরাগীদের ফেসবুকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান শিল্পী মীর-ও৷ ‘রিপাবলিক ডে’-র শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি নিজের ফেসবুকে পেজে পোস্ট করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনা ওরফে ‘ঋ’ এবং পাবলিক বা জনগণে’র ছবি৷ অনুরাগীদের উদ্দেশ্যে লেখেন, Happy Rii-Public Day!৷ শিল্পীর এই পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিতর্ক৷ একের পর এক কমেন্টে অনুরাগীরা সরব হয়েছেন মীরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা৷ কিন্তু এই বিতর্কিত পোস্ট নিয়ে এখনও মুখ খোলেননি শিল্পী৷ এমনকী, পোস্টটিকে ফেসবুক থেকে ডিলিটও করেননি তিনি৷

[হাসপাতালে উৎপাত, আইনি জটিলতায় থমকে বিড়াল-বন্দির কাজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement