Advertisement
Advertisement

Breaking News

RG Kar Hospital

‘দ্বিতীয় ভগবান’ ডাক্তার, এবার পটচিত্র আর গানেও মুখরিত প্রতিবাদ

প্রবীণ পটচিত্রীরা অবশ্য এনিয়ে ভিন্নমত পোষণ করছেন।

RG Kar Hospital: Artists from Pingla protest through painting and making songs
Published by: Sucheta Sengupta
  • Posted:August 26, 2024 8:46 pm
  • Updated:August 26, 2024 8:46 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: পিংলা মানেই পটের গান আর পটের ছবি। বাংলার এই এলাকা এখন ঠাঁই পেয়েছে বিশ্ব সংস্কৃতির মানচিত্রে। আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে পিংলার পটচিত্র। এবার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মতো নারকীয় ঘটনার প্রতিবাদে গান বাঁধলেন পিংলার পটুয়ারা। শুরু করেছেন ছবি আঁকাও। অন্যায়ের প্রতিবাদে পটচিত্র শিল্পীরা সামাজিক বার্তা দিতে চান তাঁরা। বলতে চান, চিকিৎসক হোক, নার্স হোক বা সাধারণ মেয়ে, তাঁরা আমাদেরই ঘরের মেয়ে। তাঁদের নিরাপত্তা চাই।

প্রতিবাদী পটচিত্র। নিজস্ব ছবি।

গান ও পটচিত্রের মাধ্যমে আর জি করের (RG Kar Hospital) ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন পিংলার পটশিল্পীরা। ইতিমধ্যেই পটুয়ারা প্রতিবাদের পটচিত্র আকার কাজ শুরু করেছেন। গান বাঁধাও হয়ে গিয়েছে। দু, একদিনের মধ্যেই প্রতিবাদের ভাবনা ফুটে উঠবে তাঁদের পটচিত্রের মাধ্যমে। বন্যা, কলেরা, ডায়রিয়া থেকে করোনা মহামারী, পেন্টাগন হামলা থেকে নির্ভয়া কাণ্ড – কোনও কিছুতেই তাঁরা থেমে থাকেননি পটুয়ারা। গান ও ছবির মাধ্যমে তাঁরা সমাজে সচেতন বার্তা দিয়েছেন, প্রতিবাদের ভাষা ব্যক্ত করেছেন। পটুয়াদের গানে চিকিৎসককে ‘দ্বিতীয় ভগবান’ বলে সম্বোধন করে বলা হয়েছে- ‘‘আর জি করে ধর্ষণ হলেন ডাক্তার দিদিমণি/ ধর্ষণ করে হত্যা করল শয়তান মুখোশধারী/ আর জি করে ধর্ষণ হলেন…/ ডাক্তার হলেন আমাদের দ্বিতীয় ভগবান, ডাক্তার আমাদের বাঁচান যে প্রাণ’/ পৃথিবী জুড়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ আওয়াজ উঠিল/ দোষীদের শাস্তির দাবিতে সবাই রাস্তায় নামিল…।’’ ঘটনার প্রতিবাদে, দোষীদের শাস্তির দাবিতে এমনই এক গান বাধলেন পিংলার (Pingla) পটুয়ারা।

Advertisement

[আরও পড়ুন: ফাস্ট ট্র্যাক কোর্ট চালুই করেনি রাজ্য সরকার! আর জি কর আবহে মুখ্যমন্ত্রীকে পালটা চিঠি কেন্দ্রের]

পটচিত্র শিল্প বাহাদুর চিত্রকরের নেতৃত্বে দিনরাত মহড়া করছেন বাহারজান চিত্রকর, রূপসোনা চিত্রকর, সাবিনা চিত্রকররা। কেউ দলবদ্ধভাবে, আবার কেউ এককভাবে আর জি করের ঘটনার প্রতিবাদে গান ও পটচিত্র (Pat Chitra) আঁকছেন। এটাই তাঁদের প্রতিবাদের ভাষা। পিংলার নয়ার পটচিত্র শিল্পী বাহাদুর চিত্রকর বলেন, “শিল্পীরা প্রতিবাদ না করলে সমাজ তাঁদের ক্ষমা করবে না। এমন একটা ঘটনায় আমরা বসে থাকতে পারি না। সমাজের অন্যান্য পেশার মানুষের সঙ্গে আমরাও চাই, যারা এধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পটচিত্র শিল্পী বাহাদুর চিত্রকর বলেন, বন্যা, খরা, প্রাকৃতিক বিপর্যয়, মহামারি থেকে সমাজে ঘটে যাওয়া কোনও অন্যায়, প্রতিটি ক্ষেত্রেই আমরা পটুয়ারা আমাদের শিল্পকর্মের মাধ্যমে সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আমরাও চাই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিক্ষার্থী মহিলা চিকিৎসককে যারা ধর্ষণ ও খুন করেছে আমাদের গান ও পটচিত্রের মাধ্যমে আমরা তাদের শাস্তি চাইছি। গোটা বিশ্বের মানুষের সঙ্গে আমরাও প্রতিবাদ জানাচ্ছি।”

[আরও পড়ুন: তেলেঙ্গানায় ‘অলৌকিক’ কাণ্ড, শরীরের উপর দিয়ে ট্রেন চলে যেতেই উঠে দাঁড়ালেন মহিলা!]

পিংলার নয়ার আর এক পটশিল্পী স্বর্ণ চিত্রকর বলেন, “প্রতিবাদ তো আমাদের করতেই হবে। দিল্লির নির্ভয়ার ঘটনার পরেও আমরা প্রতিবাদের গান বেধেছিলাম, ‘শুনুন বাবুমশাইরা, একটু ভাবুন আপনারা। এই অপমান সইতে পারছি না। প্রতিবাদের ছবিও এঁকেছিলাম। এবারও থেমে নেই। গান লিখছি। ছবিও আঁকব। পটের গান ও ছবির মাধ্যমে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাব।”
সময় যত এগোচ্ছে, প্রতিবাদের ঝাঁজও ততই বাড়ছে। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্য ছাড়িয়ে দেশ থেকে বিদেশে। সমাজের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছেন প্রতিবাদ জানাতে। থেমে নেই শিল্পীরাও। কোথাও শিল্পীরা রঙ-তুলির মাধ্যমে সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলছেন তাঁদের প্রতিবাদের ভাষা। আবার কোথাও শিল্পীরা গান বেধে, ছবি এঁকে আরজি করের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

আর জি করের প্রতিবাদে ছবি আঁকছেন পটশিল্পীরা। নিজস্ব ছবি।

পিংলার পটচিত্র শিল্পী রূপসোনা চিত্রকর বলেন, “আমরাও মহিলা। হাসপাতালের মধ্যে চিকিৎসকরা নিরাপদ নয়। আমরা সাধারণ মানুষ নিরাপদে থাকবো কী করে! এই ঘটনার প্রতিবাদ তো সকলেরই করা উচিৎ। দোষীরা কঠোর শাস্তি না পেলে সমাজে এঘটনা বন্ধ হবে না।” নয়ার প্রবীণ পটচিত্র শিল্পী শ্যামসুন্দর চিত্রকর বলেন, “যারা এই ঘটনা ঘটিয়েছে তারা মানুষ নয়। পশুর চেয়েও অধম। এই ঘটনা নিন্দনীয়। ধিক্কার জানাবার ভাষা নেই। আমিও চাই দোষীরা কঠোর শাস্তি পাক। কিন্তু আমি এই অধমদের পটচিত্রে স্থান দিতে চাই না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement