Advertisement
Advertisement

Breaking News

poet

‘মধ্যরাতে কলকাতা শাসন’ শেষ, চলে গেলেন সুনীল-শক্তির সতীর্থ শরৎকুমার মুখোপাধ্যায়

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কবির।

Renowned poet Sarath Kumar Mukhopadhyay passed away | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 21, 2021 12:40 pm
  • Updated:December 21, 2021 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা শীতে শরৎ-এর বিদায়! চলে গেলেন বাংলা সাহিত্যের পাঁচের দশকের অন্যতম কবি শরৎকুমার মুখোপাধ্যায় (Sarath Kumar mukhopadhyay)। বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল রাত ৩টে ৩৫ নাগাদ প্রয়াত হন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কবির।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শরৎকুমার মুখোপাধ্যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে হঠাৎ-ই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় কবির। ছেলে সায়ন মুখোপাধ্যায় তখনই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শরৎকুমার মুখোপাধ্যায়ের।

Advertisement

[আরও পড়ুন: কোভিড সারলেও শেষরক্ষা হল না, প্রয়াত প্রবীণ সাংবাদিক বিনোদ দুয়া]

গড়িয়াহাট মোড়ের কাছে ‘মেঘমল্লার’ আবাসনের বাসিন্দা ছিলেন শরৎকুমার। স্ত্রী কবি বিজয়া মুখোপাধ্যায় আগেই প্রয়াত হয়েছেন। এবার চলে গেলেন সুনীল-শক্তির সতীর্থ। শরৎকুমার মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বাংলার সংস্কৃতি মহলে। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন বহু বিশিষ্ট সাহিত্যিক।

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম কবি সুবোধ সরকার শোকপ্রকাশ করলেন শরৎকুমার মুখোপাধ্যায়ের প্রয়াণে। প্রতিদিন ডিজিটালকে শোকবার্তায় সুবোধ বলেন, “শরৎকুমার মুখোপাধ্যায় বাংলা ভাষার একজন অত্যন্ত উল্লেখযোগ্য আধুনিক কবি। গত শতাব্দীর পাঁচের দশকের যে কাব্য আন্দোলন, সেই আন্দোলনের পুরোভাগে ছিলেন তিনি। শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই আন্দোলনকে কবিতায় রূপান্তরিত করেছিলেন তিনি। ‘যে চারজন যুবক মধ্যরাতে কলকাতা শাসন করতেন’, শরৎকুমার ছিলেন তাঁদের অন্যতম। সাহিত্য অকাডেমি-সহ বহু পুরস্কারে সম্মানিত তিনি। সোজ কথা সোজা ভাবে বলতে ভালবাসতেন। কখনও কখনও সেই কথা নিয়ে তোলপাড় হয়েছে। কিন্তু মাঠ ছেড়ে চলে যাননি। তাঁর কবিতা ভবিষ্যত পাঠকের জন্য জমা রইল। আমার বিশ্বাস তাঁকে আবিষ্কার করবে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা।” 

[আরও পড়ুন: বাংলাদেশের সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত ‘আগুনপাখি’র স্রষ্টা হাসান আজিজুল হক]

শরৎকুমার মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩১ সালে। প্রথম জীবনে নমিতা মুখোপাধ্যায় ছদ্মনামে লিখতেন। পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর একাধিক কবিতার বইয়ের মধ্যে অন্যতম ‘অন্ধকার লেবুবন’, ‘আহত ভ্রুবিলাস’ ইত্যাদি। কাব্যকৃতির জন্য বহু পুরস্কার পেয়েছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement