Advertisement
Advertisement
অনুপম অন্বেষা

অনুরাগীদের মন ভরাতে জুটি বাঁধছেন অনুপম-অন্বেষা, ‘পুজোওয়ালাদের গানপুজো’ ঘিরে উন্মাদনা

অনুষ্ঠানের ডিজিটাল পার্টনার sangbadpratidin.in।

Pujowalader Gaanpujo: Anupam Roy and Anwesshaa to perform in Kolkata
Published by: Sulaya Singha
  • Posted:December 13, 2019 9:41 pm
  • Updated:December 13, 2019 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাড়িয়ে দাও তোমার হাত…।’ শীতের শুরুতে তিলোত্তমাকে এ কথা বলতেই মানুষের দরবারে অনুপম রায়। সঙ্গী অন্বেষা। যাঁদের সুরেলা স্বরে ভাসতে প্রস্তুত সংগীতপ্রেমীরা।

নিজের শহরে এর আগেও অনেক অনুষ্ঠান করেছেন অনুপম। তাঁর কথা-গান-সুরে মোহিত ভক্তকূল। ‘বোবা টানেল’ হোক কিংবা ‘আমাকে আমার মতো থাকতে দাও’- প্রতিবারই অনুরাগীদের মনে ঝড় তুলেছে তাঁর গান। মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে তাঁর গানের মায়াবী শব্দগুলি। মানুষের অফুরান ভালবাসায় ভেসেছেন প্রতিবারই। নিজের অসামান্য প্রতিভা দিয়ে অন্বেষাও ছুঁয়েছেন সাফল্যের শিখর। টলিউড তো বটেই, বলিউডেও নাম কামিয়েছেন রিয়ালিটি শো থেকে উঠে আসা শিল্পী। সলমন খানের ‘প্রেম রতন ধন পায়ো’র মতো ছবিতে প্লে-ব্যাক গাওয়া অন্বেষার মিষ্টি গলায় মন ভরেছে বাঙালীর। এবার সংগীতপ্রেমীদের জন্য তাঁরা জুটি বাঁধছেন।

Advertisement

[আরও পড়ুন: সফল ‘উড়োজাহাজ’-এর উড়ান, রাজনীতি-স্বপ্নের যুগলবন্দিতে অন্য মাত্রা পেল বুদ্ধদেবের ছবি]

ইতিমধ্যেই শহরের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে এ খবর। তারপর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শনিবারের একটা সন্ধে প্রিয় সংগীত শিল্পীদের গান দিয়ে মুখরিত হবে, এর চেয়ে বেশি পাওনা আর কী-ই বা থাকতে পারে অনুরাগীদের। তাই তো অনুপম-অন্বেষার অনুষ্ঠানের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। চোখের নিমেষে শেষ ৩০০ টাকার টিকিট। বাড়ি বসে অনলাইনেই টিকিট বুক করার সুযোগ পেয়েছেন সংগীতপ্রেমীরা। ৪৯৯ এবং ১০০০ টাকার টিকিট এখনও কিছু পাওয়া যাচ্ছে। শীতকালীন সন্ধেয় যদি এমন জমাটি অনুষ্ঠানে হাজির হওয়ার লোভ সামলাতে না পারলে চটপট bookmyshow.com-এ ঢুঁ মারতে পারেন।

প্রতি বছরই পুজোর পরে ফোরাম ফর দুর্গোৎসবের উদ্যোগে পুজোওয়ালাদের গানপুজোর অনুষ্ঠান জমিয়ে তোলেন নামজাদা শিল্পীরা। পুজোওয়ালাদের গানপুজো আদতে কলকাতার দুর্গাপুজোর আয়োজকদের ফোরামের বাৎসরিক সংগীতানুষ্ঠান। যেখানে বিভিন্ন পুজোর উদ্যোক্তাদের পুরস্কৃত করার পাশাপাশি গানে গানে জমজমাট হয়ে ওঠে পরিবেশ। আর তারই নবম এপিসোড আগামিকাল। শনিবার সন্ধেয় দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ মাতাতে আসছেন দুই শিল্পী। যে অনুষ্ঠানের ডিজিটাল পার্টনার sangbadpratidin.in।

[আরও পড়ুন: সর্বকালের সেরা মূর্খামি, CAB নিয়ে কেন্দ্রকে তোপ অসমের ভূমিপুত্র অভিনেতা আদিলের]

ফোরাম ফর দুর্গোৎসবের যুগ্ম সম্পাদক শাশ্বত বসু বলেন, “প্রতি বছরই শহরে এমন সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছি আমরা। এর আগে রূপংকর, সোমলতা, বাংলা ব্যান্ড ভূমি, ব্যান্ডেজ, কুনাল গাঞ্জাওয়ালা, শ্রেয়া ঘোষালের মতো শিল্পীরা স্টেজ কাঁপিয়েছেন। এবার আসছেন অন্বেষা-অনুপম। যে হারে টিকিট বিক্রি হয়েছে, তাতে আমরা নিশ্চিত শনিবার কানায় কানায় ভরে উঠবে নজরুল। দর্শকদের উত্তেজনাই আমাদের এধরনের অনুষ্ঠান আয়োজনে উৎসাহ দেয়।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement