Advertisement
Advertisement

Breaking News

ইমনের হেনস্তা কাণ্ডে ফুঁসছে কৃষ্ণনগর, প্রতিবাদে সভা-মৌন মিছিল

গত রবিবার অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হন ইমন চক্রবর্তী৷

Protest rally against hackle of Iman
Published by: Sayani Sen
  • Posted:February 8, 2019 2:00 pm
  • Updated:February 8, 2019 2:00 pm  

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: ইমনকে হেনস্তার বিরুদ্ধে গর্জে উঠেছে কৃষ্ণনগরের সংস্কৃতি জগত৷ কৃষ্ণনগরের ফোয়ারা মোড়ে বামপন্থী বুদ্ধিজীবীদের একটি সভা থেকে কবিতা, গান এবং বক্তব্যের মাধ্যমে গায়িকার হেনস্তার প্রতিবাদ করা হয়। এরপর গোটা শহরজুড়ে একটি মৌন মিছিল বের করা হয়৷ তাতে পা মেলান এলাকার বিশিষ্টজনেরা৷

[শনি না রবি, বাগদেবীর আরাধনার আগে পঞ্চমী তিথি নিয়ে আতান্তরে আমজনতা]

রবিবার রাতে কৃষ্ণনগরে অনুষ্ঠান করেন ইমন চক্রবর্তী৷ ওই অনুষ্ঠান শেষে গায়িকাকে বেরোতে না দিয়ে হেনস্তা করার অভিযোগ ওঠে। প্রতিবাদে উত্তেজিত জনতা ভাঙচুরও চালায়। পরে কলেজ পড়ুয়া এবং মহিলারাই গায়িকাকে ওই পরিস্থিতিতে উদ্ধার করে৷ কলকাতা যাওয়ার ব্যবস্থা করেন তাঁরাই৷ নিজের এই অভিজ্ঞতার কথা ফেসবুক লাইভে শেয়ার করেন গায়িকা৷ হেনস্তার ঘটনায় ইমন কৃষ্ণনগর পুরসভার দিকেই অভিযোগের আঙুল তোলেন। লাইভ দেখার পরই প্রতিবাদে গর্জে ওঠেন নেটিজেনরা৷ সমালোচনায় সরব হন তাঁরা৷ একের পর এক শিল্পীকে হেনস্তা করার ঘটনায় প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়েও৷ এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে কৃষ্ণনগরের ফোয়ারা মোড়ে বামপন্থী বুদ্ধিজীবীরা একটি সভার আয়োজন করেন৷ কবিতা, গান, বক্তব্যর মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানান তাঁরা৷ সিপিএম নেত্রী তথা কবি সেলিনা খাতুন বলেন, ‘‘শিল্পীর উপর অমানবিক আক্রমণ হয়েছে। যারা অমানবিক আক্রমণ করেছে, তাদের শাস্তি দাবি করছি। কৃষ্ণনগর সংস্কৃতির পীঠস্থান। সেখানে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।’’ এই সভার উদ্যোক্তাদের অন্যতম গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের জেলার সম্পাদক শুভেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘‘দলমত নির্বিশেষে এই সভা করা হয়েছে। শিল্পীকে হেনস্তা করার প্রতিবাদে আমরা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আহ্বান করেছিলাম। তাতে কেউ গান গেয়েছেন, কবিতা বা বক্তব্যের মাধ্যেমে প্রতিবাদ জানিয়েছেন।’’

Advertisement

[লোকালয়ে বাঘ ঢুকলেই এবার সতর্ক করবে সাইরেন]

সভা শেষে সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে মৌন মিছিল বেরোয়৷ মুখে কাপড় বেঁধে নৃত্যশিল্পী, সংগীতশিল্পী-সহ সংস্কৃতি জগতের কর্মীরা মিছিলে পা মেলান। পোস্ট অফিস মোড় থেকে বেরিয়ে গোটা শহর ঘোরে মিছিলটি৷ লিফলেট বিলি করেন তাঁরা। সেখানে কৃষ্ণনগরের সংস্কৃতিমনস্ক মানুষের কাছে আবেদন করা হয়েছে। ওই লিফলেটেও ঘটনার নিন্দা জানানো হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement