Advertisement
Advertisement

‘ধ্বংস হলেও মানুষ তো উঠে দাঁড়ায়’, করোনা কবলিত বিশ্বে আশার বাণী সুবোধ-সুতপার কণ্ঠে

কবিতাটি লিখেছেন কবি সুবোধ সরকার।

Poet Subodh Sarkar wrote a new poem on corona situation
Published by: Bishakha Pal
  • Posted:May 5, 2020 7:34 pm
  • Updated:May 5, 2020 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দিনগুলোতেও মানুষের সৃজনশীল সত্তা সক্রিয়। লকডাউনে ঘরে বসেই কেউ বানাচ্ছেন নতুন গান, কেউ লিখছেন নতুন ছবি, কেউ লিখছেন কবিতা, কেউ আবার রাঙিয়ে তুলছেন ক্যানভাস। এই সময়ের প্রেক্ষিতে কবি সুবোধ সরকার সম্প্রতি লিখেছেন নতুন কবিতা ‘ধ্বংস হলেও মানুষ তো উঠে দাঁড়ায়।’

বড় হৃদয়স্পর্শী এই কবিতাটি। কবিকণ্ঠে পংক্তিগুলি শুনলে বোঝা যায় সংকটকাল কী নিদারুণ ছাপ ফেলেছে তাঁর মনে। ছোট ভিডিওতে কবি স্বয়ং কণ্ঠ মিলিয়েছেন আবৃত্তিকার সুতপা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সুতপার সংবেদনশীল বাচনভঙ্গি কবিতায় আরও প্রাণ যোগ করেছে। এই দু’জনের পাঠের অনুকূল আবহ সৃষ্টি করেছে সরোদে পণ্ডিত দেবজ্যোতি বোসের সুর। শিল্পীরা যে যাঁর বাড়িতে বসেই কবিতাটি পাঠ করেছেন ও ভিডিও শুট করেছেন।

Advertisement

[ আরও পড়ুন: করোনা যুদ্ধ জিততে সঙ্গী হোক গান, লকডাউনের দিনগুলিতে অনলাইনে অনুষ্ঠান সিধু-রূপঙ্করদের ]

করোনা আক্রান্ত পৃথিবী আজ ধ্বংসের রূপ দেখছে, দেখছে মৃত্যুমিছিল। তাহলে কি আঁধারের কাছে হেরে যাবে এই বিশ্ব? উঠে আসে সেই প্রশ্ন। কবি আশ্বাস দেন- ‘এই পৃথিবীটা আসলে একটা গান। মানুষ বাঁচবে, বাঁচবে শস্য, বাঁচবে আবহমান।’ এখন অপেক্ষা কবে ফিরে আসে নতুন জীবনের ভোর।

[ আরও পড়ুন: ‘করোনা তুমি যাও চলে’, নতুন ভোরের অপেক্ষায় একসুরে গাইলেন বাংলার সংগীতশিল্পীরা ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement