সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কত্থক সম্রাট তিনি। চোখের ইশারায় কত আবেগই না বুঝিয়ে দিতেন। গুণমুগ্ধরা কেউ ডাকতেন ‘পণ্ডিতজি’ বলে, কেউ বলতেন ‘মহারাজজি’। আগামী মাসেই ৮৪ বছরে পা দেওয়ার কথা ছিল পণ্ডিত বিরজু মহারাজের (Pandit Birju Maharaj)। তা আর হল না। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি শিল্পী। তাঁর প্রয়াণে গভীর শোকাহত শিল্পীমহল। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
বিরজু মহারাজের সঙ্গে নিজের ছবি শেয়ার করে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, “ভারতীয় নৃত্যকলাকে সারা বিশ্বে পরিচিতি দেওয়া পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণের খবর অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যু সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি। শোকের এই আবহে ওঁর পরিবার এবং অনুরাগীদের জন্য আমার সমবেদনা রইল। ওম শান্তি। “
भारतीय नृत्य कला को विश्वभर में विशिष्ट पहचान दिलाने वाले पंडित बिरजू महाराज जी के निधन से अत्यंत दुख हुआ है। उनका जाना संपूर्ण कला जगत के लिए एक अपूरणीय क्षति है। शोक की इस घड़ी में मेरी संवेदनाएं उनके परिजनों और प्रशंसकों के साथ हैं। ओम शांति! pic.twitter.com/PtqDkoe8kd
— Narendra Modi (@narendramodi) January 17, 2022
প্রখ্যাত নৃত্যশিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। বিরজু মহারাজের প্রয়াণে নৃত্য জগতে এক যুগের অবসান হল, এমনটাই মত রাষ্ট্রপতির। তাঁর বিশেষ নৃত্যশৈলীর কথা স্মরণ করেছেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু।
The demise of legendary Pandit Birju Maharaj marks the end of an era. It leaves a deep void in the Indian music and cultural space. He became an icon, making unparalleled contribution to popularise Kathak globally. Condolences to his family and admirers.
— President of India (@rashtrapatibhvn) January 17, 2022
Deeply saddened by the passing away of the legendary Kathak dancer, Pandit Birju Maharaj. The world renowned Kathak exponent with his unique style was an institution and an inspiration across the globe. His death is a huge loss to the world of performing arts. pic.twitter.com/afhJVOnAjS
— Vice President of India (@VPSecretariat) January 17, 2022
সিনেমার সঙ্গে পণ্ডিতজির সম্পর্ক বহুদিনের। সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’র দু’টি গান কোরিওগ্রাফ করিয়েছিলেন তিনি। সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ ছবিতে নাচ শিখিয়েছিলেন মাধুরী দীক্ষিতকে। শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেন সুভাষ ঘাই, অশোক পণ্ডিত, আদনান স্বামী।
My first learning from kathak dance maestro was in my college youth festival when he expressed a romantic conversation between lord krishna n radha thru his two eyes talking. I learnt ‘DANCE means body but soul is in eyes.
That’s y he was a Jagat guru in kathak💃🏽
RIP BIRJU SIR🙏🏽 pic.twitter.com/yeWT5Fv23v— Subhash Ghai (@SubhashGhai1) January 17, 2022
Sad to know about the demise of kathak legend & vocalist Padma Vibhushan Pandit #birjumaharaj ji after suffering a heart attack in Delhi.
Its an end of an era .
My heartfelt condolences to his family & near ones .
ॐ शान्ति !
🙏 pic.twitter.com/4DJrPmXSaC— Ashoke Pandit (@ashokepandit) January 17, 2022
Extremely saddened by the news about the passing away of Legendary Kathak Dancer- Pandit Birju Maharaj ji.
We have lost an unparalleled institution in the field of the performing arts. He has influenced many generations through his genius.
May he rest in peace.🙏🖤#BirjuMaharaj pic.twitter.com/YpJZEeuFjH— Adnan Sami (@AdnanSamiLive) January 16, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.