Advertisement
Advertisement

Breaking News

Anindita Kazi

‘প্রাণ নেই’, রহমানের ‘লৌহ কপাট’কে তুলোধনা নজরুলের নাতনি অনিন্দিতা কাজীর

‘কারার ওই লৌহ কপাট’ গান বিতর্কে আর কী বললেন সঙ্গীতশিল্পী?

Nazrul Islam's grand daughter singer Anindita Kazi slams A. R. Rahman | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 10, 2023 1:56 pm
  • Updated:November 10, 2023 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশপ্রেমের ঝাঁজ ধরতে গিয়ে বিতর্কে জড়ালেন এ আর রহমান। ভারতীয় সঙ্গীত সংস্কৃতিতে রিমেক গান একাধিকবার যেমন স্বাগত হয়েছে, ঠিক তেমনই সমালোচনার জালেও জড়িয়েছে! এবার ‘পিপ্পা’ ছবিতে দেশাত্মবোধ চাগার দিতে যেভাবে কাজী নজরুল ইসলামের গান ধার করে তাতে রংচঙে মোড়কে পরিবেশন করেছেন রহমান, তাতে ক্ষুব্ধ শ্রোতারা। বিশেষ করে, খেপে উঠেছে বাঙালি বলয়। এবার ‘কারার ঐ লৌহ কপাট’ গান বিতর্কে মুখ খুললেন কাজী নজরুল ইসলামের (Nazrul Islam) নাতনি অনিন্দিতা।

দাদুর এমন কালজয়ী গান নিয়ে কাটাছেঁড়া মোটেই পছন্দ হয়নি সঙ্গীতশিল্পীর। অনিন্দিতা কাজীর মন্তব্য, “সুর যেমনই হোক, প্রত্য়েক গানেরই একটা নিজস্ব ভাষা, ভঙ্গি ও ভাব থাকে। সেটা নষ্ট হলে স্বভাবতই গানের আসল সৌন্দর্য নষ্ট পায়। গানে তো শুধু সুরের নয়, ভাবেরও একটা জায়গা থাকে। রহমানের এই গানের ক্ষেত্রে হয়তো এমনটাই ঘটেছে বলে মানুষের পছন্দ হচ্ছে না।”

Advertisement

[আরও পড়ুন: ‘কারার ওই লৌহ কপাট আপনার সম্পত্তি নয় মিস্টার রহমান’, রিমেক বিতর্কে চাঁচাছোলা রাঘব-শিলাজিৎরা]

প্রসঙ্গত, পরিচালক রাজাকৃষ্ণ মেনন পরিচালিত ছবি ‘পিপ্পা’য় ব্যবহার হয়েছে নজরুল সৃষ্ট এই গান । ১৯৭১ এর ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে ব্যবহৃত হয়েছে নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি। সেই গানকেই নতুনভাবে রিমেক করছেন এ আর রহমান। আর তা শুনেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ। স্বাভাবিকভাবেই বাংলার সঙ্গীত জগতেও ক্ষোভের আঁচ! রহমান বলেও কোনওরকম প্রশ্রয় নয় রাঘব চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার এবং হৈমন্তী শুক্লাদের।

[আরও পড়ুন: ‘রাম-সীতা শুধু ঈশ্বর নন, ভারতের সম্পদ’, জাভেদ আখতারের মুখে ‘জয় সিয়ারাম’ ধ্বনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement