শম্পালী মৌলিক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাঝেই আরও এক উৎসবের প্রস্তুতি নিচ্ছেন বাংলার নাট্যপ্রেমী মানুষ। এ উৎসব রঙ্গমঞ্চের। ৩৯তম নান্দীকার জাতীয় নাট্যমেলার। যার উদ্বোধনে সুরেলা মেজাজে নাট্য গানের পরম্পরার কথা জানাবেন সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) এবং অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)।
আগামী ২০ ডিসেম্বর থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শুরু হচ্ছে ৩৯তম নান্দীকার জাতীয় নাট্যমেলা। চলবে বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত। এবার নান্দীকারের নাট্যমেলার মূল আকর্ষণ বাংলাই। ঘরোয়া আমেজের মধ্যেই বিশেষত্ব বজায় রাখবেন সোহিনী, সপ্তর্ষিরা। ২০ তারিখ অর্থাৎ শুরুর দিন সন্ধ্যা ছ’টায় শিল্পী বিজয়লক্ষ্মী বর্মনকে সম্মান জানানো হবে। তারপরই নাটকের গান পরিবেশন করবেন অম্বরীশ ভট্টাচার্য ও সোহিনী সেনগুপ্ত।
২১ ডিসেম্বর সন্ধে সাড়ে ছ’টায় দেখা যাচ্ছে দমদমের ‘সংস্তব’ নাট্যদলের নাটক ‘উড়ন্ত তারাদের ছায়া’। সৌরভ পালোধীর নির্দেশনায় ‘ঘুম নেই’ মঞ্চস্থ হবে তার পরের দিন অর্থাৎ ২২ ডিসেম্বর। ২৩ শে ডিসেম্বর দেখা যাবে দু’টি নাটক। বেলা তিনটেয় দেখা যাবে ‘সব চরিত্র কাল্পনিক’, সন্ধে সাড়ে ছ’টায় প্রদর্শিত হবে ‘রানী কাদম্বিনী’।
এই প্রথম জেলার নাটক থাকছে নান্দীকারের জাতীয় নাট্যমেলায়। ‘নদীয়া নাট্য’-এর প্রযোজনায় ‘চৈতন্য বিমঙ্গল’ নাটকটি দেখা যাবে ২৪ ডিসেম্বর বেলা তিনটে নাগাদ। একই দিনে বিকেল পাঁচটায় দেখা যাবে ঝাড়খণ্ডের ‘টিকিটও কা সংগ্রহ’। সন্ধে সাড়ে ছ’টায় পরিবেশিত হবে গৌতম হালদারের নয় নাটুয়ার নাটক ‘মৈমনসিংহ গীতিকা’।
নাট্যমেলার শেষ দিনটা থাকছেন নান্দীকারের। সকাল দশটার ছোটদের তিনটি নাটক (আহারে শৈশব, তোতাকাহিনী, লাল নীল রাজার দেশ) দেখা যাবে। সপ্তর্ষি মৌলিক নির্দেশিত ‘এক থেকে বারো’ নাটকটি দেখা যাবে বেলা তিনটেয়। সোহিনী সেনগুপ্ত নির্দেশিত ‘মানুষ’ নাটকের মাধ্যমে শেষ হবে ৩৯তম নান্দীকার জাতীয় নাট্যমেলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.