Advertisement
Advertisement

Breaking News

সাহিত্য অ্যাকাডেমি

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন নবনীতা দেবসেন

প্রবীণার কলমে আরও আকর্ষণীয় শিশুপাঠ্য।

Nabanita Dev Sen will be awarded Sahitya Academy for child-literature
Published by: Sucheta Sengupta
  • Posted:June 16, 2019 3:45 pm
  • Updated:July 19, 2019 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু সাহিত্যে বিশেষ অবদান প্রবীণার৷ আর তাকে গুরুত্ব দিয়ে এবার সাহিত্য অ্যাকাডেমি শিশু বিভাগের পুরস্কার তুলে দেওয়া হবে স্বনামধন্য সাহিত্যিক নবনীতা দেবসেনের হাতে৷ সাহিত্য অ্যাকাডেমির যুব বিভাগে পুরস্কৃত হচ্ছেন তরুণী লেখিকা মৌমিতা৷ বাংলা থেকে এই দুই সাহিত্যিকের সম্মানপ্রাপ্তিতে বাংলা সাহিত্যের মুকুটে আরও একটি পালক যোগ হল বলে মনে করছে আপামর সাহিত্যমহল৷  

[আরও পড়ুন: অশান্ত হচ্ছে বাংলা, সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে সভা নাট্যব্যক্তিত্বদের]

গোড়া থেকেই লেখা তাঁর সঙ্গী৷ ১৯৫৯ সালে প্রথম লেখা ‘প্রথম প্রত্যয়’ প্রকাশিত হওয়ার সময়ে নবনীতা সদ্য যুবতী৷ মাত্র ২১ বছর বয়স৷ সেই ছিল শুরু৷ তারপর তাঁর কলম আরও আরও সৃষ্টির অনুসন্ধানে ছুটে বেড়িয়েছে আজীবন৷ অ্যাকাডেমিক কেরিয়ার যেমন উজ্জ্বল, তেমন নিজস্ব চিন্তাধারাতেও রেখেছেন স্বকীয়তার ছাপ৷ সদা প্রাণবন্ত, রসিক নবনীতা বরাবর প্রশ্রয় দিয়েছেন তারুণ্যের উচ্ছ্বলতাকে, শৈশবের উচ্ছৃঙ্খলতাকে৷ জীবনের বহু উত্থান-পতন সত্ত্বেও সুরসিক হৃদয়টি কোথাও হারিয়ে যায়নি৷

Advertisement

বয়স এখন আশির কোঠায়৷ একাধিক শারীরিক সমস্যা৷ তবু আঠারোর মতো পূর্ণ উদ্যম নিয়ে লেখালেখির সংসারে আরও জাঁকিয়ে বসেছেন নবনীতা দেবসেন৷ আর বয়সের সঙ্গে সঙ্গে শৈশব তাঁকে আরও আকৃষ্ট করেছে৷ সম্প্রতি নিজের চারপাশে থাকা কচিকাঁচাদের নিয়ে, তাদের মনোগ্রাহী রচনা সৃষ্টিতে মনোনিবেশ করেছিলেন৷ সেসব লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়৷ সেই রচনা ছোটদের মন জয়ের পাশাপাশি বিশেষভাবে গুরুত্ব পেল সাহিত্য অ্যাকাডেমির মঞ্চে৷ শিশুসাহিত্যে এই বিশেষ রচনা সম্ভারের জন্য ২০১৯-এ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন প্রবীণা নবনীতা দেবসেন৷ খবর কানে পৌঁছনো মাত্রই স্বভাবসুলভ উচ্ছ্বাসে প্রতিক্রিয়া দিলেন৷ জানালেন, তাঁকে অ্যাকাডেমির পক্ষ থেকে ফোন করে খবরটি জানানো হয়েছে৷ এই সম্মানপ্রাপ্তিতে তিনি আপ্লুত৷

[আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করে নেটদুনিয়ায় সমালোচিত কবি শঙ্খ ঘোষ]

এবছর সাহিত্য অ্যাকাডেমির পুরস্কারের মোট প্রাপক সংখ্যা ২২৷ অ্যাকাডেমির যুববিভাগে পুরস্কৃত হচ্ছেন মোট ২৩ জন৷ যার মধ্যে রয়েছেন বাংলারই এক লেখিকা মৌমিতা৷ ‘কুন্তল ফিরে আসে’ এই উপন্যাসের জন্য সাহিত্যের অনন্য সম্মান উঠছে তাঁর হাতে৷ খুব শিগগিরই পুরস্কার বাবদ ৫০ হাজার টাকা এবং স্মারক তাঁদের হাতে তুলে দেওয়া হবে৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement