সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে সকলের মনই অল্পবিস্তর খারাপ। বেরোতে না পারার জন্য মন বসছে না কোনও কাজে। আবার দৈনন্দিন কাজ আটকে যাওয়ার জন্য মানুষ এখন অনেকটাই ব্যাকফুটে। এইরকম সময়ে বেঙ্গল ওয়েব সলিউশনের উদ্যোগে হয়েছিল ‘শহর তুমি কেমন আছো?’ ছ’টি শহরের শিল্পীরা সেখানে যোগদান করে জানিয়েছিলেন সেই শহরের গল্প। সঙ্গে ছিল গান ও আড্ডা। সেই বেঙ্গল ওয়েব সলিউশনের উদ্যোগেই আবার আসতে চলেছে আরও একটি লাইভ।
২ মে অনুষ্ঠিত হতে চলেছে এই লাইভটি। প্যাস্টেল এন্টারটেইনমেন্ট এবং বেঙ্গল ওয়েব সলিউশনের মিলিত উদ্যোগে হবে এই লাইভ অনুষ্ঠান। সন্ধে ৬টায় অনুষ্ঠিত হবে এটি। এবারের লাইভেও ধরা থাকবে নিজের শহর। সঙ্গে গান আর আড্ডা তো থাকবেই। ‘পাখিদের শহরে আবার’ একঝাঁক আড্ডা আর গান মিশে যাবে। উপস্থিত থাকছেন গায়িকা প্রশ্মিতা পাল, তৃষা চট্টোপাধ্যায়, গীতিকার, সুরকার, গায়ক সংগীত পরিচালক প্রাঞ্জল দাস, সংগীত পরিচালক অম্লান চক্রবর্তী এবং গায়ক ঈশান মিত্র। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকছেন মহল আবৃত্তির ব্যান্ডের শাঁওলী মজুমদার।
কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউনের মধ্য বাড়িতে বসে বসে সবাই ক্রমশ বিরক্ত হয়ে উঠছে। চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে কারই বা ভাল লাগে? ফলে কাজেও মন বসছে না। বই পড়ে বা গান শুনে কতটা সময় কাটানো যায়? তাই শহরের মানুষকে এই দমবন্ধ করা পরিস্থিতিতে একটু তাজা বাতাস দিতেই এই অনুষ্ঠানের আয়োজন। শহরের মনখারাপ একটু হলেও এদের আড্ডায় হালকা হবে সন্দেহ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.