সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের পঞ্চম মরশুম, অন্যদিকে কিংবদন্তি সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। তাই তো সুরেলা উদযাপনের আয়োজন। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নিবেদনায় আগামী ২৯ নভেম্বর সেক্টর ফাইভের ক্রাফ্ট কফিতে আয়োজিত হচ্ছে পঞ্চম কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল। সহযোগিতায় ক্রাফ্ট কফি ছাড়াও থাকছে ইনফিনিটি, ফ্লিক্সবাগ মিউজিক, সোমা দাস, কিংশুক দাস প্রমুখ।
এর আগে এই মিউজিক ফেস্টিভ্যালের চারটি সিজনের সাক্ষী থেকেছেন শ্রোতারা। মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন শিল্পীদের। এবারে পঞ্চম সিজন অনুষ্ঠিত হবে দুপুর বারোটায়। অনুষ্ঠানের মূল আয়োজক শিষ্ট সাংস্কৃতিক কর্মী তথা জনসংযোগ আধিকারিক সুদীপ্ত চন্দ। তাঁর সঙ্গী সোমা দাস, লন্ডনের একজন এনআরআই সঙ্গীতশিল্পী।
সঙ্গীতের ভাষা বিশ্বজনীন। তা সে ঝাঁ চকচকে অডিটোরিয়াম হোক, বা রাস্তার ফুটপাত। গানের সুর পথিকের পা দুটিকে ক্ষণিকের জন্য হলেও থামতে বাধ্য করে। সেই টানেই মানুষ প্রতিবার কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের আসরে এসে উপস্থিত হন। এবারে সলিল-সুরের জোয়ারে ভাসবেন তাঁরা।
সঙ্গীত পরিবেশনে থাকবেন শহরের দুই তরুণ শিল্পী সৌরজ্যোতি-কৃষ্ণেন্দু, যাঁরা রাস্তায় বেহালা ও গিটার বাজান এবং ‘থার্ড স্টেজ’ নামে পরিচিত। গানে থাকছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা, মাধুর্য মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও মানু, জয়া নাগ, শৌভিক মুখোপাধ্যায়। সেতারে শোনা যাবে সলিল-সুরের ধুন। গিটারে সলিল সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী তথা কিংবদন্তি সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্তের সুপুত্র সৌম্য দাশগুপ্ত।
সলিল চৌধুরীর পৃষ্টপোষকতায় রুমা গুহঠাকুরতার উদ্যোগে গড়ে উঠেছিল ক্যালকাটা ইয়ুথ কয়্যার। এদিন সেই সংগঠনের শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। গিটারে সঙ্গত দেবেন রকেট মণ্ডল। সলিল চৌধুরীকে সুরেলা শ্রদ্ধা জানাবেন সিধু (ক্যাকটাস) ও অনিন্দ্য বসু (শহর)। থাকবেন আরও একাধিক শিল্পী। বিশেষ অতিথি অন্তরা চৌধুরী, দেবজ্যোতি মিশ্র, রূপক সাহা (কর্ণধার, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স) প্রমুখ। সুদীপ্ত চন্দর কথায় , “এটি সেইসব সঙ্গীতশিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাঁরা রাস্তায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। অবশ্যই একটি ভিন্ন ধরনের সঙ্গীতের উৎসব। একে সঙ্গীতের মাধ্যমে জীবনের উদযাপন হিসাবেও বিবেচনা করা যেতে পারে। এবছর সলিল চৌধুরীর গানে, গানে স্মরণ করা হবে বাংলার তথা ভারতীয় সঙ্গীতের এক বর্ণময় অধ্যায়কে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.