অঙ্কন: সুযোগ বন্দ্যোপাধ্য়ায়
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারি আক্রান্ত বিশ্বের চেহারা প্রত্যক্ষ করেছিলেন তিনিও। দেড় শতাধিক বছর আগে। আর তাঁর ১৬০ বছর জন্মতিথিতেও সেই মহামারির ধাক্কায় বিধ্বস্ত বিশ্ব। নাম যার নোভেল করোনা ভাইরাস। বিশ্বের এমন অসুখের দিনে জন্মদিনে বিশ্বকবিকে স্মরণ কিন্তু বাদ পড়ছে না। আধুনিক যুগে সশরীরে এক জায়গায় জড়ো হয়ে রবিস্মরণ নাই বা হল, ভারচুয়ালি তো হতেই পারে। অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে ইন্টারনেটে কবির জন্মতিথি পালনের তোড়জোড় চলছে। লকডাউনের সময় এছাড়া আর উপায়ই বা কী? তেমনই এক উদ্যোগে শামিল সংবাদ প্রতিদিন ডট ইন। দিনভর ফেসবুক পেজে আপনাদের জন্য থাকছে বিভিন্ন শিল্পীর শ্রদ্ধাজ্ঞাপন। গানে, কবিতায় শিল্পীরা রবিস্মরণ করবেন অনলাইনেই। বাড়িতে বসেই সকাল থেকে রাত, দিনভর রবীন্দ্রজয়ন্তীর আমেজে থাকতে হলে চোখ রাখতেই হবে সংবাদ প্রতিদিন-এর ফেসবুক পেজে।
বেহালা সাংস্কৃতিক সম্মিলনী আয়োজিত ১৬০ তম রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের নাম – ‘ওরে গৃহবাসী’। লকডাউনের আবহে যথার্থই নামকরণ। এই অনুষ্ঠানের অনলাইন পার্টনার – সংবাদ প্রতিদিন ডট ইন। শুক্রবার সকাল থেকেই রবি ঠাকুরের প্রতি নিজেদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন একাধিক সংগীত শিল্পী, বাচিক শিল্পী। রবীন্দ্রনাথের গানে, কবিতায় ভরে উঠবে রবিদিবসের সকাল। শিল্পী তালিকাটা বেশ লম্বা। প্রমিতা মল্লিক, ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন, জয়তী চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত তরুণ ভট্টাচার্য থেকে শুরু করে দোহার, অদিতি গুপ্ত, চন্দ্রাবলী রুদ্র দত্ত, ব্রততী বন্দ্যোপাধ্যায় – কে নেই? প্রত্যেকের রবিস্মরণের মাঝের সেতুটা গড়ে তুলবেন সঞ্চালিকা জয়িতা গোস্বামী।
সংবাদ প্রতিদিন-এর ফেসবুক পেজে আপনারা সকাল ৯টা থেকেই শুনতে পাবেন শিল্পীদের গান। রাত ৯টা পর্যন্ত বিভিন্ন সময়ে আপনাদের জন্য আমরা নিয়ে আসব তাঁদের। সকালের রবিপ্রণাম শুরু করবেন শিল্পী প্রমিতা মল্লিক। আর কবিস্মরণে ইতি টানবেন কবিতা কৃষ্ণমূর্তি। মাঝে থাকবেন বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, সৌরেন্দ্র-সৌম্যজিৎ, রূপঙ্কর, রাঘব। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিংবা বিশ্বভারতীর উপাসনালয়ে গিয়ে না হোক, সুপ্রভাতে ঘরের চার দেওয়ালের মাঝে বসে একটু ভিন্ন স্বাদের রবীন্দ্রজয়ন্তী পালন করতে পারেন আপনিও। মনের আনন্দ, প্রাণের আরামে এতটুকুও খামতি থাকবে না। মহামারি দমনে লকডাউনের পরিবেশেও বিশ্বকবি থাকবেন আমার-আপনার প্রাণের মাঝেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.