সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুয়ারে শীত উপস্থিত। শীত মানেই পিকনিক, শীত মানেই নলেন গুড়। আর অবশ্যই শীত মানে নাট্য উৎসব। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এক কাপ চায়ে নাটকের আলোচনা, যে কোনও নাট্যপ্রেমীর প্রিয় বিষয়। যাঁরা নাটক নিবেদিত প্রাণ তাঁদের জন্য নতুন বছরের প্রথমেই মুক্তঅঙ্গন রঙ্গালয় প্রেক্ষাগৃহে শুরু হয়েছে নাট্যমেলা।
মানিকতলা নাট্যগোষ্ঠী ‘দলছুটে’র আয়োজনে বিশ্বনারীদের সম্মান জানানোর জন্য ১ তারিখ থেকে শুরু হয়েছে নাট্য উৎসব। বুধবার উদ্বোধন অনুষ্ঠানের পর ৭টায় ঋতুপর্ণা ভট্টাচার্যের পরিচালনায় পরিবেশিত হয় নাটক ‘বলাই’। তারপর মঞ্চস্থ হয় ছবি দাসের নাটক ‘অগ্নিপুষ্প’।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে চলেছে ‘রবি কিরণ’। ৭টা থেকে পরিবেশিত হয়েছে মোহন দাসের পরিচালনায় ‘অবগুণ্ঠিতা’। ৮টা থেকে এসো নাটক শিখি প্রযোজনায় ‘সত্যি ভূতের গপ্পো’ মঞ্চস্থ হচ্ছে। ৩ তারিখ শুক্রবার সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে নাটক ‘পিটনে পিটনে মে ফার্ক’। ৭টায় ‘বীরঙ্গনার বয়ান’ নিয়ে হাজির হবেন পাপিয়া রায়ের দল। ৮টায় দেখা যাবে ‘পঞ্চনারীর অগ্নিবীণা’।
এরপর ৬ জানুয়ারি ৬টায় মঞ্চস্থ হবে নাটক ‘বিষ্ণু প্রীয়াঃ বৃদ্ধাশ্রম’। ৭টা থেকে শুরু হবে ‘তয়ে ফরি ফারকালা’। ৮টা থেকে মঞ্চস্থ হবে রাধী দাসগুপ্তের ‘দরজাটা খোলা থাক’। ৭ তারিখ মঙ্গলবার ৬টায় দেখা যাবে নাটক ‘খামোস’। ৭টা থেকে শুরু হবে ‘আপনাদের সাহায্য চাই’। ৮ থেকে দেখা যাবে নাটক ‘মা’। ৮ তারিখ বুধবার নাট্য উৎসবের শেষ দিনে ৬টা থেকে থাকছে ‘রিস্তোঁ কে ভঁবয়’, ৭টায় শুরু হবে সোমা মুখ্যোপাধ্যায়ের ‘খিদে’। শেষ নাটক অর্থাৎ ৮টা থেকে মঞ্চস্থ করা হবে নাটক ‘ফস্কাগেরো’।
ইতিমধ্যেই দুই দিন ধরে চলা এই নাট্য উৎসবে উৎসাহী নাট্যপ্রেমীদের ভিড় চোখে পড়েছে। আগামী দিনেও সেই নাটক প্রেমীরা প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন বলে আশা করছেন আয়োজকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.