Advertisement
Advertisement

Breaking News

দিলীপ ঘোষ

মান্না দে’র গান পোস্ট করে কিশোর কুমারকে জন্মদিনের শ্রদ্ধা! ফের হাসির খোরাক দিলীপ ঘোষ

দেখুন তাঁর ফেসবুক পোস্টটি।

Dilip Ghosh pays tribute to Kishore Kumar by dedicating Manna Dey's Song
Published by: Sucheta Sengupta
  • Posted:August 4, 2020 12:13 pm
  • Updated:August 4, 2020 12:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রফি-কিশোর-মান্না, আরও কত কে। এতজনের মধ্যে কার কোন গান বিখ্যাত, তা কি সবসময়ে মনে রাখা সম্ভব? বঙ্গ সংস্কৃতিপ্রেমী মানুষজনের তা মনে থাকলেও, ভুলে গেলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর এহেন ভুলে ফের হাসির খোরাক হয়ে উঠলেন তিনি। আজ, কিশোর কুমারের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে দিলীপবাবু তুলে আনলেন একটি গান, যা আদৌ কিশোরের নয়, মান্না দে’র গাওয়া!

Advertisement

নিজের ফেসবুক পোস্টে জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী কিশোর কুমারের (Kishore Kumar) জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে লিখেছেন – “জিন্দেগী কৈসি হ্যায় পাহেলী হায়, কভি তো হাসায়ে কভি য়ে রুলায়ে ……একদিন সপ্নো কা রাহি, চলা জায়ে সপ্নো সে আগে কাঁহা …”। গানটি আদৌ কিশোর কুমারের গাওয়া নয়, আরেক জনপ্রিয় সংগীতশিল্পী মান্না দে’র (Manna Dey)। এটি ফেসবুকে দিলীপ ঘোষ পোস্ট করার পর অনেকেই ভুলটি তাঁকে ধরিয়ে দিয়েছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ঠাট্টা-ইয়ার্কিও শুরু হয়েছে। অনেকেই তাঁর ন্যূনতম সংস্কৃতি চর্চা নিয়ে মজা করছেন। কেউ কেউ আবার বলছেন, বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া টিম অতি কাঁচা। তাই এত বড় একটা ভুল করে বসল।

[আরও পড়ুন: রাস্তায় ব্যবহৃত পিপিই ফেলে রেখেছেন করোনা রোগী, ভিডিও শেয়ার করে সবক শেখালেন শান্তনু]

তবে এই প্রথম নয়, এর আগেও দিলীপ ঘোষ ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমনই বড়সড় ভুল করে বসেছিলেন। কখনও মোহনবাগান দিবসে ভুল করে মোহনবাগনের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন। তো কখনও ইস্টবেঙ্গলের নাম ভুল বলে পোস্ট। তা নিয়ে বেজায় শোরগোল পড়তেই অবশ্য পোস্ট সরিয়ে দেওয়া হয়েছিল। তবে আজ, কিশোরের জন্মদিনে মান্না দে’র গানের লাইন দেওয়া পোস্টটি এখনও অটুট।

[আরও পড়ুন: পেল্লাই সাইজের রাখিতে দিলীপের ছবি, ‘গোঁসা’ করে বিজেপি দপ্তর ছাড়লেন রাহুল সিনহা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement