ছবি ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ২৫ বছর ধরে মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকে নন্দিনীর ভূমিকায় অভিনয় করে চলেছেন চৈতি ঘোষাল। প্রথমে তৃপ্তি মিত্রর পরিচালনায়। এবং পরবর্তী সময়ে গৌতম হালদারের। তবে এবার নিজেই ‘রক্তকরবী’ নাটকের নির্দেশনা দিচ্ছেন চৈতি। আর এই নাটকের হাত ধরেই নির্দেশক হিসাবে মঞ্চে আত্মপ্রকাশও ঘটতে চলেছে অভিনেত্রীর। একই সঙ্গে এই নাটকের নন্দিনীও বরাবরের মতো তিনি নিজেই।
গতকাল, শনিবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে নাটকের পোস্টার লঞ্চ হয়ে গেল। জানা গিয়েছে, গৌতম হালদারের ‘রক্তকরবী’র থেকে একেবারেই আলাদা হতে চলেছে চৈতি পরিচালিত ‘রক্তকরবী’। নাটকের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। নৃত্য পরিকল্পনা সুকল্যাণ ভট্টাচার্যের। রাজার চরিত্রে দেখা যাবে দেবেশ রায়চৌধুরীকে। চৈতি যেমন বিগত ২৫ বছর ধরে নন্দিনীর ভূমিকায় অভিনয় করে চলেছেন তেমনি দেবেশের সঙ্গে রাজা চরিত্রটির পরিচয়ও সেই ছাত্রাবস্থায়। ‘বহুরূপী’ ছাড়াও একাধিক নাট্যদলের হয়ে ‘রক্তকরবী’র রাজার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
প্রথম বাংলা নাটক নির্দেশনায় কেন ‘রক্তকরবী’কেই বেছে নিলেন চৈতি? এই বিষয়ে নিজের সোশাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছেন ‘যুদ্ধ চলছে সারা পৃথিবী জুড়ে। ধ্বংসের চেহারা আমাদের সকলের সামনে।পৃথিবীর নিরিখে, সমাজের নিরিখে, এমনকী পরিবারের চার দেওয়ালের সুরক্ষার মধ্যেও যুদ্ধ চলে ক্রমাগত।
রক্তকরবী এমন একটি নাট্য যা ১০০ বছর পরেও সময়ের উপযোগী। আজকের সময়ের প্রেক্ষিতে রক্তকরবী এক জ্বলন্ত সত্য ছবি তৈরি করে মঞ্চে ও মানুষের মনে । রক্তকরবীর চরিত্রগুলো যেন সব চেনা। আমি রক্তকরবী নাট্যটি পরিচালনা করছি। এটি আমার প্রথম প্রয়াস। চারিপাশটা আমাকে বলে, রক্তকরবী আজও বেঁচে আছে- জীবন্ত।…তাই রক্তকরবী নাট্যটি নির্মান করার তাগিদ বারবার আমরা অনুভব করি।’ উল্লেখ্য ভবানীপুর শিশিক্ষু প্রযোজিত রক্তকরবী নাটকটি আগামী ৫ এপ্রিল অ্যাকাডেমিতে দুপুর ২-৩০-এ মঞ্চস্থ হতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.