Advertisement
Advertisement

Breaking News

Kolkata Musical Concert

কলকাতায় মিলবে দুই প্রজন্ম, অনন্য সঙ্গীত সন্ধ্যায় আমজাদ আলি খান, সৌরেন্দ্র-সৌম্যজিৎ

বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্ল্যাটিনাম জুবিলিতে বিশেষ কনসার্টে মহাচমক। থাকছেন শর্মিলা ঠাকুরও।

Ballygunge Cultural Association 75th Platinum musical concert
Published by: Sandipta Bhanja
  • Posted:January 8, 2025 4:43 pm
  • Updated:January 8, 2025 8:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালীন শহরে কনসার্টের রমরমা। আর সেই আবহেই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের তরফে বিশেষ উদ্যোগ। ক্লাবের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে এক বিশেষ শোয়ের আয়োজন করেছেন তাঁরা। আর সেই অনুষ্ঠানেই দুই প্রজন্মকে নিয়ে উপস্থিত থাকবেন উস্তাদ আমজাদ আলি খান। শিল্পীদের তালিকায় অবশ্য চমক আরও রয়েছে।

Advertisement

শর্মিলা ঠাকুর এবং সৌরেন্দ্র-সৌম্যজিৎ জুটিও পারফর্ম করবেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে। ২০২৫ সালে ৭৫ বছরে পা দিল দক্ষিণ কলকাতার স্বনামধন্য পুজো কমিটি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। প্রতিবারই নজরকাড়া থিমে চোখধাঁধনো পুজো প্যান্ডেল উপহার দিয়ে দর্শনার্থীদের চমকে দেয় সংশ্লিষ্ট পুজো কমিটি। এবার সেই ক্লাবই যখন পচাত্তর বসন্তের উদযাপনে, তখন অনুষ্ঠানে যে তারকা চমক থাকবে, তা বলাই বাহুল্য। আমজাদ আলি খানের দুই প্রজন্মের সদস্যরা এই অনুষ্ঠানে পারফর্ম করবেন। এর আগে কলকাতা এমন দৃশ্যের সাক্ষী শেষ কবে থেকেছে? তা ঠাহর করা দায়! তালিকায় রয়েছেন অমন আলি বঙ্গ, অয়ন আলি বঙ্গ, জোহান আলি বঙ্গ এবং আবির আলি বঙ্গ।

প্রসঙ্গত, সৌরেন্দ্র-সৌম্যজিৎ জুটি বরাবরই দর্শক শ্রোতাদের চমৎকার অনুষ্ঠান উপহার দিয়েছেন। এবার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানেও যে তাঁদের সেই চমক বজায় থাকবে, তা বলাই বাহুল্য। আশা করা যায়, আমজাদ আলি খানের পাশাপাশি সৌরেন্দ্র-সৌম্যজিৎ জুটি এবং শর্মিলা ঠাকুরের পরিবেশনায় এই সান্ধ্যকালীন জলসা স্মরণীয় হয়ে থাকবে। মিডিয়া পার্টনার সংবাদ প্রতিদিন। আগামী ১৮ জানুয়ারি, শনিবার নজরুল মঞ্চে সন্ধে ৬টায় অনুষ্ঠিত হবে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্ল্যাটিনাম মিউজিক্যাল কনসার্ট ২০২৫। নিচের লিঙ্কে টিকিট বুক করতে পারবেন। 

https://insider.in/platinum-jubilee-concert-2025-jan18-2025/event

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement