Advertisement
Advertisement

Breaking News

Sanatan Dinda

রোববার.ইন-এ সনাতন দিন্দার কলাম, বাঙালিমাত্র অবশ্য পাঠ্য ‘ত্রিনয়ন ও ত্রিনয়ন’

উত্তাল সত্তরে জন্মানো শিল্পীর আটপৌরে আত্মকথন।

Artist Sanatan Dinda's columns on robbar.in
Published by: Kishore Ghosh
  • Posted:May 15, 2024 5:47 pm
  • Updated:May 15, 2024 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিনয়নী দুর্গার আশীর্বাদধন্য শিল্পী সনাতন দিন্দা (Sanatan Dinda)! কুমোরটুলির (Kumortuli) গর্ব তিনি। গভার্নমেন্ট আর্ট কলেজ ফলিত শিক্ষা আর কলকাতার প্রতিমা পাড়ার আবেগ, এই দুইয়ের সঙ্গমে জন্ম ‘রঙ-তুলি-কাঁকরে’র জাদুকর সনাতনের। বাংলার অহঙ্কার বিশ্বের অন্যতম কার্নিভাল দুর্গাপুজোকে ভিন্নমাত্রায় পৌঁছে দিয়েছেন এই শিল্পী। নেপথ্যে অসংখ্য অভিনব তথা বৈপ্লবিক দুর্গাপ্রতিমা। ‘রোববার.ইন’-এ (robbar.In) ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে সনাতন দিন্দার কলাম ‘ত্রিনয়ন ও ত্রিনয়ন’।

Advertisement

এই লেখা উত্তাল সত্তরে জন্মানো শিল্পীর আটপৌরে আত্মকথন। পাড়ার বখাটে ছেলেটা কীভাবে একদিন আন্তর্জাতিক শিল্পী হয়ে উঠল তা জেনে চমক লাগে পাঠকের। প্রত্যেক শিক্ষিত বাঙালির কাছে নিবিড় পাঠের দাবি রাখে সনাতন-কলাম ‘ত্রিনয়ন ও ত্রিনয়ন’। মৃণ্ময়ী মূর্তির মতোই আত্মকথনেও ‘প্রাণপ্রতিষ্ঠা’ করছেন শিল্পী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement