বিদিশা চট্টোপাধ্যায়: রঙ্গমঞ্চে আবারও একসঙ্গে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও অর্ণ মুখোপাধ্যায়কে। ‘ঘরে বাইরে’ নাটকে একসঙ্গে অভিনয় করবেন তিন তারকা। নাটকটি নির্দেশনার দায়িত্বে থাকছেন অর্পিতা ঘোষ।
এর আগে ‘অথৈ’ নাটকে একসঙ্গে কাজ করেছেন অর্ণ, সোহিনী ও অনির্বাণ। তারপর অর্পিতা ঘোষ নির্দেশিত ‘ঘরে বাইরে’ নাটকে একসঙ্গে অভিনয় করছেন। ‘পঞ্চম বৈদিক’-এর জন্মদিন উপলক্ষে প্রয়াত কিংবদন্তি শাঁওলি মিত্রকে শ্রদ্ধা জানিয়ে এই নাটক। নাটকে নিখিলেশের চরিত্রে অভিনয় করছেন অর্ণ (Arna Mukhopadhyay)। সন্দীপের ভূমিকায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। আর বিমলার চরিত্রে সোহিনী সরকার (Sohini Sarkar)।
উল্লেখ্য, এর আগে সিনেমার পর্দায় যখন অপর্ণা সেন ‘ঘরে বাইরে’ আর তৈরি করেছিলেন। সেখানে নিখিলেশের ভূমিকায় অভিনয় করেছিলেন অনির্বাণ। এবারে সেই চরিত্র মঞ্চে ফুটিয়ে তুলতে চলেছেন অর্ণ। থিয়েটারের অভিনেতা হিসাবে অর্ণ মুখোপাধ্যায়ের প্রধান পরিচিতি হলেও একের পর এক সিনেমায় কাজ করছেন তিনি। অরিন্দম শীল পরিচালিত ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ ছবিতে তাঁকে ‘ব্রজ’-র চরিত্রে দেখা যাবে। অক্টোবর পর্যন্ত ব্যস্ত থাকবেন অভিনেতা, তেমনই শোনা যাচ্ছে। থিয়েটারের পাশাপাশি সিনেমাতেও তিনি ব্যালান্স করার চেষ্টা করছেন।
‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ ছবিতে অভিনয় করছেন সোহিনীও। এছাড়াও অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘আগন্তুক’, ‘কবাডি কবাডি’র মতো সিনেমা। তাঁর ফাঁকেই মঞ্চাভিনয়ে দেখা যাবে অভিনেত্রীকে। অভিনয়ের পাশাপাশি সিনেমার পরিচালনাতেও (বল্লবপুরের রূপকথা) সক্রিয় হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। আবার রানি মুখোপাধ্যায়ের সঙ্গে বলিউড ছবিতেও কাজ করছেন। তাছাড়া নাট্যকার-অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়ের নিজেরও ছবি করার পরিকল্পনা রয়েছে এমনটাই জানা গিয়েছে। এতকিছুর অনির্বাণ, সোহিনী ও অর্ণর ‘ঘরে বাইরে’ নাটক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.